ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, ভাঙচুর করা হল সুবল ভৌমিকের গাড়ি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস। খোয়াই থানার ১ কিলোমিটারের মধ্যেই হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এবার সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেতা সুবল ভৌমিকের গাড়িতে হামলা চালানো হয়।
দেবাংশুদের সঙ্গে আদালতে যাওয়ার পথে সুবল ভৌমিকের গাড়ি ভাঙচুর করা হয়। আক্রান্ত তৃণমূল নেতা সুবল ভৌমিকের অভিযোগ, পুলিশ উপস্থিত থাকলেও কিছু করেনি। তিনি বলেন, “আমরা কোর্টে যাচ্ছিলাম। আচমকা আমাদের উপর হামলা করে। আমাদের বাঁচার কোন রাস্তা ছিল না। ড্রাইভার অনেক কষ্টে বাঁচিয়েছে। ১০০ জনের মতো বিজেপির গুণ্ডা অশান্তি তৈরী করে। গাড়ি ভাঙচুর করেছে। আমাকে রক্তাক্ত করেছে।” অভিযোগ জানাতে খোয়াই থানায় গিয়েছেন সুবল ভৌমিক৷
ত্রিপুরা কান্ডের আঁচ দিল্লিতে, সোমবার সংসদে সরব হওয়ার হুঁশিয়ারী তৃণমূলের
গ্রেফতার হওয়া কর্মীদের আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এদিন ত্রিপুরার মাটিতে পা রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দেন এক ইঞ্চি জমিও ছাড়া হবে না বিজেপিকে। তাঁর সঙ্গে এদিন পৌঁছেছেন দোলা সেন, কুনাল ঘোষ, ব্রাত্য বসু।
ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘জঙ্গলরাজ চলছে৷ আদালতে যাওয়ার পথে আমাদের চারটে গাড়ি ভাঙচুর করা হয়েছে৷ দুটো আইনজীবীর, একটি সুবল ভৌমিক এবং অন্য এক নেতার গাড়িতে হামলা হয়েছে৷ চারপাশে বাইক বাহিনি ঘুরে বেড়াচ্ছে৷ পুলিশ নীরব দর্শকের মত দাঁড়িয়ে৷ গোটা এলাকা ঘিরে রয়েছে গুন্ডারা৷ মাঝে মাঝে তারা বেরিয়ে আসছে৷ হামলা করছে৷ আদালতেও নিরাপত্তা নেই৷’
অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটিতে পা রেখে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেন বিপ্লব দেব সরকারকে। বলেন, “পারলে আমাকে আটকে দেখান । যদিও ত্রিপুরায় পা রাখার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। দেখানো হয় কালো পতাকা। তাতেও দমে যাননি তিনি।
আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন “ত্রিপুরাকে বিজেপি নিজেদের পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছে। যারা বড় বড় ভাষণ দেন গণতন্ত্রের কথা বলেন তাদের হাতে ত্রিপুরার গণতন্ত্রের কি অবস্থা রাজ্যবাসী দেখছে।”