Tripura TMC : ত্রিপুরায় তৃণমূলের কোচ রাজীব, ক্যাপ্টেন সুবল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০২৩ এ ত্রিপুরার ( Tripura TMC ) বিধানসভা ভোট। রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে পুরানো খেলোয়াড়রা নয়, এবার ত্রিপুরার রাজনীতিতে খেলা দেখাবে নতুনরা। এই দুই নতুন তাস হল তৃণমূল কংগ্রেস ও তিপ্রামথা।
এই দু’জনের মধ্যে নবীনতম হল তৃণমূল ( Tripura TMC )। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিভাবকত্বে ত্রিপুরায় তৃণমূলের রাস এখন রাজীব বন্দ্যোপাধ্যায় ও সুবল ভৌমিকের হাতে।
রাজীব-সুবল জুটিতে বয়সে বড় হলেন সুবল। তবে রাজনৈতিক অভিজ্ঞতা ও দক্ষতায় নিঃসন্দেহে তাঁর থেকে কয়েক যোজন এগিয়ে রাজীব। তাঁকে উত্তর-পূর্বের এই রাজ্যটির স্টেট ইনচার্জ করা হয়েছে।
Tripura TMC
তৃণমূলের ( Tripura TMC ) দলীয় সংস্কৃতি অনুযায়ী সংশ্লিষ্ট রাজ্যের স্টেট ইনচার্জ সেখানকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। অর্থাৎ, ফুটবলের পরিভাষায় বলা যায়, রাজীবের কোচিংয়ে ত্রিপুরার ক্যাপ্টেন হলেন সুবল ভৌমিক।
Kartik Banerjee :কালীঘাটের বন্দ্যোপাধ্যায় পরিবারের আরও এক সদস্য তৃণমূলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন
রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে ত্রিপুরায় জেট গতিতে সঠিক পথে এগিয়ে চলেছে তৃণমূল। তবে রাজীবের সামনে এখন প্রচুর কাজ। তেইশের বিধানসভা নির্বাচনে তৃণমূল একা লড়াই করবে না কারোর সঙ্গে জোট বেঁধে লড়বে, এই মহা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে তবে তাঁকে।
তবে একটা বিষয় বলার, তৃণমূল তাকে ফ্রি হ্যান্ড খেলার সুযোগ দেওয়ায় রাজীব নিঃসন্দেহে আরও স্বাধীনভাবে কাজ করতে পারবেন। তাতে ত্রিপুরায় তৃণমূলের সম্ভাবনা বাস্তবে পরিণত হওয়ার সমূহ সুযোগ আছে।