Tripura TMC : BJP তে ভিড়লেন ত্রিপুরার একমত্র TMC কাউন্সিলর সুমন পাল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মাস পাঁচেক আগেই পুরভোটে ঘাসফুল ফুটিয়েছিল ত্রিপুরায় ( Tripura TMC ) সুমন পাল (Suman paul)। জল্পনা তখনই শুরু হয়েছিল কতদিন তিনি ঘাসফুলের সলতে ত্রিপুরায় জ্বালিয়ে রাখতে পারবেন! সেসময় তিনি দাবি করেছিলেন ত্রিপুরায় ( Tripura TMC ) তিনি ঘাসফুল বিস্তারে ভূমিকা নেবেন।
সেসব এখন অতীত। তৃণমূলের সেই একমাত্র কাউন্সিলর সুমন পাল বিজেপিতে যোগ দিলেন বৃহস্পতিবার। শুক্রবার দেখা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Deb) সঙ্গেও। ছবিও দিলেন সোশ্যাল মিডিয়ায় (Spcial Media)। টুইট করে জানালেন বিজেপিতে যোগদানের কথাও।
Tripura TMC
রাজ্যের আমবাসা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডেই খাতা খুলেছিল তৃণমূল। তৃণমূলের টিকিটে কাউন্সিলর হয়েছিলেন সুমন। তৃণমূল শিবিরকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কিছুটা অক্সিজেন জোগাতে পেরেছিলেন। তবে শেষ পর্যন্ত তা তৃণমূলের পক্ষে রইল না।
ত্রিপুরায় বিজেপিকে সরিয়ে ঘাসফুল বিস্তারে মরিয়া হয়ে উঠেছে এরাজ্যের শাসক দল। অভিষেক(Abhishek Banerjee) বন্দ্যোপাধ্যায় নিজে ত্রিপুরার রাজনৈতিক অঙ্ক পরিচালনা করছেন। গুরু দায়িত্ব পেয়ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee)। তাই এই মুহুর্তে সুমনের দলত্যাগ ব্যকফুটে নিয়ে গেল তৃণমূলকে।
ত্রিপুরা পুরভোটে আগরতলাকে (Agartala) পাখির চোখ করেছিল ঘাসফুল শিবির। সবকটি আসনেই তারা প্রার্থী দিয়েছিল। পুরভোটের প্রচারে বাধা পেয়ে সুপ্রিম কোর্ট (Suprme Court) পর্যন্ত দৌঁড়েছিল তৃণমূল কংগ্রেস।
Halal Meat controversy : কর্নাটকের হালাল মাংস বিক্রেতাকে বেধড়ক মার বজরং দলের, দায়ের হল FIR
নির্বাচনের দিন অশান্তির জেরে ভোট বাতিলের দাবিও নিয়েও তারা শীর্ষ আদালতে জরুরি ভিত্তিতে শুনানি চেয়েছিল। শীর্ষ আদালত মামলা গ্রহণ করলেও সুপ্রিম শুনানি হয়নি।