দিদি কেন্দ্রীয় মন্ত্রী, ভাইয়ের বিরুদ্ধে CPIM অফিসে হামলার অভিযোগ

দ্য কোয়ারি ডেস্ক: দিদি মন্ত্রী হতেই ভাইয়ের বিরুদ্ধে উঠল রাজনৈতিক হামলার অভিযোগ। কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি নয়াদিল্লিতে মোদী মন্ত্রিসভায় শপথ নেওয়ার পরেই রাজ্যে আক্রান্ত হলো সিপিআইএম কার্যালয়।

এই ঘটনার কেন্দ্র বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কেন্দ্র ধনপুর। এখানকার সিপিআইএম কার্যালয় বুধবার গভীর রাতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিরা। সেই ছবি ভাইরাল হতে শুরু করেছে। ধনপুরে হামলার ঘটনা বারবার অভিযুক্ত হয়েছে বিজেপি।

রাজ্য সিপিআইএমের অভিযোগ, সাংসদ প্রতিমা ভৌমিকের ভাই ধনপুরে হামলায় অভিযুক্ত। তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

ধনপুর কেন্দ্রে গত বিধানসভা ভোটে জয় ধরে রাখেন মানিকবাবু। তিনি পরাজিত করেন বিজেপির প্রতিমা ভৌমিককে। তবে সেই ভোটে রাজ্যে টানা ২৫ বছরের বামফ্রন্ট সরকারের পতন হয়। সরকার গড়ে বিজেপি আইপিএফটি জোট। পরে প্রতিমা ভৌমিক লোকসভা ভোটে জয়ী হন পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে।

এদিকে ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে ধনপুরে বাম কার্যালয় দাউ দাউ করে জ্বলছে। হামলার ঘটনায় রাজ্য জু়ড়ে চাঞ্চল্য ছড়ায় সকাল থেকেই। বারবার দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় বিরোধী দলনেতা মানিক সরকার অভিযুক্ত করেছেন শাসকপক্ষকে। তিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে চিঠি দিয়েছেন।

CBI -র সদর দফতরে আগুন

সূত্রের খবর, রাজ্যে বিজেপি বিধায়করা প্রবল টানাপোড়েনের মধ্যে রয়েছেন। অনেকেই দল ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এদের সঙ্গে যোগাযোগ রাখছে তৃণমূল কংগ্রেস। আগামী বিধানসভা ভোটের আগেই টিএমসি সরাসরি বিজেপির ঘরে ভাঙন ধরাতে মরিয়া। কলকাতায় বিজেপি থেকে মুকুল রায় ফের তৃণমূলে ফিরতেই আগরতলার রাজনৈতিক মহল সরগরম হয়ছিল।

সূত্রের আরও খবর, একাধিক বিজেপি নেতা বিধায়ক বিদ্রোহী নেতা সুদীপ রায় বর্মণের নেতৃত্বে ফের টিএমসি তে ফিরতে চান। গত বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে টিএমসি হন সুদীপবাবু ও তাঁর অনুগামীরা। পরে মুকুল রায় বিজেপিতে যেতেই ত্রিপুরা টিএমসি নিশ্চিহ্ন হয়। সুদীপবাবু সমেত সবাই বিজেপিতে যোগ দেন। ভোটে বিজেপি সরকার গড়ে উপজাতি দল আইপিএফটি এর সঙ্গে জোট করে।

গত তিন বছরে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে লাগাতার সংঘাতে সুদীপ রায় বর্মণের ভূমিকা আগামী পুরনিগম ও বিধানসভা ভোটে প্রভাব ফেলতে চলেছে বলেই মনে করা হচ্ছে। প্রধান বিরোধী দল সিপিআইএমের দাবি, যে ভুয়ো কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি তার জবাব দিতে তৈরি রাজ্যবাসী।

সম্পর্কিত পোস্ট