মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ত্রীবেন্দ্র সিং রাওয়াতের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন ত্রীবেন্দ্র সিং রাওয়াত। এদিন বিকেলে রাজ্যপাল রেরিরানী মৌর্যের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি।
আগামী বছরেই রয়েছে উত্তরাখণ্ডের নির্বাচন। তার আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে ত্রীবেন্দ্র রাওয়াতের ইস্তফা বিজেপির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রথমবার নিজের সময়সীমা শেষ হওয়ার আগেই পদ থেকে ইস্তফা দিলেন উত্তরাখণ্ডের কোনও মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আপাতত দায়িত্ব সামলাবেন মন্ত্রীসভার সদস্য ধন সিংহ রাওয়াত।
বিজেপি সূত্রের খবর, গত চার বছরে ত্রীবেন্দ্র সিং রাওয়াতের কার্যকলাপ নিয়ে সন্তুষ্ট ছিলেন না তারই দলের বহু বিধায়ক। এবিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট জমা পড়ে।
আরও পড়ুনঃ ব্রিটিশ পার্লামেন্টে কৃষক সুরক্ষা নিয়ে আলোচনা, কড়া প্রতিক্রিয়া ভারতের
ড্যামেজ কন্ট্রোলে মাঠে নামেন দুই পর্যবেক্ষক রমন সিংহ এবং দুষ্মন্ত গৌতম। দলের বিধায়কদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী ত্রীবেন্দ্র রাওয়াতের সঙ্গে কথা বলেন তাঁরা। এরপরেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে রিপোর্ট জমা দেন তাঁরা। সূত্রের খবর, তাতে বলা হয় মুখ্যমন্ত্রী পদে ত্রীবেন্দ্র রাওয়াত থাকলে আগামী বছরের নির্বাচনে হারতে চলেছে বিজেপি।
এরপরেই সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের জন্য দিল্লি পৌঁছান ত্রীবেন্দ্র রাওয়াত। যদিও আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দলের অন্দরের কথা জানিয়েছিলেন তিনি। এরপর মঙ্গলবার ফিরেই ইস্তফা দেন তিনি।
ইস্তফা দেওয়ার পর ত্রীবেন্দ্র রাওয়াত জানিয়েছেন, আমি রাজনৈতিক জীবনে যতদিন রয়েছি তার মধ্যে যেদিন গুলি মুখ্যমন্ত্রী পদে ছিলাম তা আমার সোনালী মুহুর্ত। আমি একটি গ্রামীন এলাকা থেকে এসেছি। আমার দল বিজেপি আমাকে রাজ্যের দায়িত্ব সামলানোর দায়িত্ব দিয়েছে। এখন দলের মনে হয়েছে মুখ্যমন্ত্রীত্ব অন্য কারোর হাতে তুলে দেওয়া দরকার।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য গারোয়াল থেকে দেরাদুনের পথে রওনা দিয়েছেন ধন সিং রাওয়াত।
উল্লেখ্য, ২০১৭ সালে উত্তরাখণ্ডের ৬৯ আসনের মধ্যে ৫৭ টি আসনে জয়লাভ করে ক্ষমতায় আসে বিজেপি। মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন ত্রিবেন্দ্র সিং রাওয়াত।