বদলে গেল দিনক্ষণ, শুক্রবারই বৈঠকে তৃণমূল সুপ্রিমো

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনা। তার আগের দিন ১ মে সমস্ত কেন্দ্রের প্রার্থী এবং এজেন্টদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে আচমকাই অষ্টম দফা নির্বাচনের মাঝেই বৈঠকের দিনক্ষণ ঠিক বদলে ফেললেন তিনি। জানা গেছে ১ তারিখ নয়, ৩০ এপ্রিল এই বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো।

ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেবেন প্রার্থী এবং গণনাকেন্দ্রের এজেন্টরা। শুক্রবারের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর আগে একাধিকবার গণনাকেন্দ্রে বিজেপি কারচুপি করতে পারে আশঙ্কা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের প্রার্থী এবং এজেন্টদেরকে তিনি বলেছেন, প্রথমে ব্যালট গণনা হবে। তাতে বিজেপি এগিয়ে থাকতে পারে। নিরাশ হওয়ার কিছু নেই।

নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সন্তুষ্ট অধীর

প্রসঙ্গত, করোনার রাশ টানতে ইতিমধ্যেই বেশ কয়েকটি গাইডলাইন দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে প্রার্থী এবং এজেন্টদের নেগেটিভ রিপোর্ট থাকলেই তাঁরা গণনাকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। নাহলে, নিতে হবে করোনা টিকার দুটি ডোজ। বুথের বাইরে অবৈধ জমায়েত করা যাবে না।

শনিবারের কালীঘাটের ভার্চুয়াল বৈঠক থেকেই দলীয় প্রার্থী এবং এজেন্টদের বেশ কিছু পরামর্শ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। তাই সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট