ভাইপোর পথে কাকা, টালমাটাল অবস্থা ফরোয়ার্ড ব্লকে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলায় ভাইপো ইমরান আলি রামজকে বহিস্কার করে দিয়েছিল দল। আর কাকা হাফিজ আলম সৈরানি নিজেই দলের সব পদ থেকে ইস্তফা দিলেন। ফলে রাজ্য রাজনীতিতে আর‌ও কোণঠাসা হয়ে পড়ল ফরোয়ার্ড ব্লক।

ফ ব এর কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলী ও রাজ্য সম্পাদক মণ্ডলীর প্রভাবশালী সদস্য সৈরানি সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস ও রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়কে এক দীর্ঘ চিঠি লিখে দল ছাড়ার কথা জানান।

সেখানে রাজ্য কমিটির বিরুদ্ধে তৃণমূল ঘনিষ্ঠতা ও দিশাহীন রাজনীতি করার অভিযোগ এনেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন থেকে শুরু করে প্রয়াত অশোক ঘোষের জন্মশতবর্ষের অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবে রাজ্য সম্পাদক তৃণমূলকে আমন্ত্রণ জানাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

সুকান্ত যখন ‘সেটিং’ দেখলেন, তখনই বামেদের পাশে দাঁড়ালেন বিজেপি বিধায়ক

হাফিজ আলম সৈরানি পদত্যাগের চিঠিতে লিখেছেন, কেন্দ্রের সাম্প্রদায়িক ও রাজ্যের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে দলের বিস্তার ঘটানোর সুযোগ ছিল। কিন্তু রাজ্যের ক্ষমতাসীন গোষ্ঠী তা না করে তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

এমনকি দলের জনপ্রিয় তরুণ মুখ তথা তাঁর ভাইপো ইমরান (ভিক্টর) রা দলের পতাকা থেকে কাস্তে-হাতুড়ি প্রতীক সরিয়ে নেওয়া নিয়ে যে প্রশ্ন তুলে বহিষ্কার হন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সৈরানি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ইমরানের বহিষ্কার করাকে তিনি স্বৈরাচারী মনোভাব বলে ব্যাখ্যা করেন।

উল্লেখ্য, ফ ব বহিষ্কার করার পর ইমরান তাঁর অনুগামীদের নিয়ে ‘আজাদ হিন্দ মঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। তিনি সেখানে যোগ দেবেন কিনা সে বিষয়ে কিছু বলেননি হাফিজ আলম সৈরানি। তাঁর ইস্তফার পর রাজ্য রাজনীতিতে ফরোয়ার্ড ব্লক আরও কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে গেল বলে রাজনৈতিক মহলের ধারণা।

সম্পর্কিত পোস্ট