নিজাম শহরে একক সংখ্যাগরিষ্ঠ টিআরএস, দ্বিতীয় বিজেপি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নিজাম নগরের ৪ বছরের ভবিষ্যত কার হাতে তা নির্ধারিত হল শুক্রবার। একক সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ টিআরএসের৷ ৫৫ টি আসনে জয়লাভ করেছে তাঁরা।

অন্যদিকে নির্বাচনে উল্লেখযোগ্য ফলাফল বিজেপির। ৪৮ টি আসনে জয়লাভ করেছে দ্বিতীয় স্থানে গেরুয়া শিবির। তৃতীয় স্থানে আসাদুদ্দিন ওয়েইসির মিম। নিজাম নগরে তাঁরা পেয়েছে ৪৪ টি আসন। যদিও এখানেও খারাপ ফলাফল কংগ্রেসের। মাত্র ২ টি আসন পেয়েছে দেশের সবচেয়ে পুরাতন রাজনৈতিক দল।

আরও পড়ুনঃ মঙ্গলবার ভারতজুড়ে বনধের ডাক কৃষক সংগঠনগুলির

গ্রেটার হায়দ্রাবাস মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের ১৫০ টি আসনের মধ্যে ১৪৯ টি আসনের ফলপ্রকাশ হল এদিন। ব্যালট পেপারে অসংগতি থাকায় একটি ডিভিশনের ভোট গণনা স্থগিত রাখা হয়েছে।

২০১৬ এর জিএইচএমসি নির্বাচনে ৮৮ টি আসন পেয়েছিল টিআরএস। এবারে তুলনামূলক আসন কম পেয়েছে তাঁরা। কেন এই ফলাফল? মুল্যায়নে বসেছে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি৷ দলের কার্যকরী সভাপতি কেটি রামা রাও জানিয়েছেন, আসন সংখ্যা গতবারের তুলনায় ২০ থেকে ২৫ টি কমেছে। আসন সংখ্যা কমার কারণ খতিয়ে দেখতে আলোচনায় বসছেন তাঁরা।

অন্যদিকে দলের ফলাফলে খুশির হাওয়া গেরুয়া শিবিরে। বিজেপি সাধারণ সম্পাদক ভুপেন্দ্র যাদব জানিয়েছেন, তেলেঙ্গানায় টিআরএসের বিকল্প বিজেপি, তা প্রমাণ হয়েছে। দলের ফলাফলে কর্মীদের অভিনন্দন জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সম্পর্কিত পোস্ট