মোতেরা স্টেডিয়ামে উপস্থিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৩৬ ঘন্টার সফরে ভারতে উপস্থিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে রয়েছেন স্ত্রী মেলানিয়া, কন্যা ইভাঙ্কা এবং জামাই জ্যারেড কুশনার। মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে এদিন আমেদাবাদের রাজপথে উপস্থিত ছিলেন লক্ষাধিক মানুষ।
এদিন নমস্তে ট্রাম্প অনুষ্ঠানকে চাক্ষুষ দেখার জন্য স্টেডিয়ামে ভিড় করেন লক্ষাধিক মানুষ। মোতেরা স্টেডিয়ামে ট্রাম্পকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত রয়েছেন বিসিসিআই চিফ সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহ সহ আরও অনেকে।
Gujarat: US President Donald Trump and the First Lady Melania Trump arrive at Motera Stadium, in Ahmedabad. #NamasteTrump event to be held here shortly. pic.twitter.com/Eg9rOyqH7e
— ANI (@ANI) February 24, 2020
সবরমতী আশ্রমের ঘুরে ভিসিটর বুকে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।
Gujarat: US President Donald Trump writes a message in the visitors’ book at the Sabarmati Ashram, ‘To my great friend Prime Minister Modi…Thank You, Wonderful Visit!’ pic.twitter.com/mxpJbSMg4W
— ANI (@ANI) February 24, 2020
বেলা ১১ টা ৪০ নাগাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে সবরমতী আশ্রম হয়ে মোতেরা স্টেডিয়ামের দিকে রওনা দেন তিনি। এদিনেই বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম মোতেরার উদ্বোধন করবেন ট্রাম্প। সকাল থেকেই আমেরিকার রাষ্ট্রনায়ককে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মোতেরা স্টেডিয়ামে ঘন্টা খানেক সময় কাটানোর পর দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মার্কিন প্রেসিডেন্ট।