গান্ধীজী থেকে স্বামী বিবেকানন্দ, সকলের স্মৃতি চারণায় শেষ হল ‘নমস্তে ট্রাম্প’

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৩৬ ঘন্টার সফরে মাত্র কয়েক ঘন্টার জন্য আমেদাবাদে থাকার কথা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সবরমতী আশ্রমের রিভিউ বুকে গান্ধীজীকে নিয়ে একটাও শব্দ খরচ না করায় জল্পনা শুরু হয়েছিল কূটনৈতিক মহলে। সকলের নজর ছিল মোতেরা স্টেডিয়াম থেকে গান্ধীজীকে নিয়ে কিছু বলবেন কি না। সব জল্পনার অবসান ঘটিয়ে গান্ধীজীকে নিয়ে কিছু কথা বললেন ট্রাম্প। শুধুমাত্র গান্ধীজী নয়, স্বামী বিবেকানন্দ নিয়েও কিছু কথা শোনা গেল মার্কিন প্রেসিডেন্টের মুখে।

প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার ভারত সফরে এসেছেন ট্রাম্প। মহাসমারোহে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানায় আমেদাবাদ। ট্রাম্পের ভাষণ শোনার জন্য এদিন এদিন মোতেরা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন লক্ষাধিক মানুষ।এদিন শুধুমাত্র স্বামী বিবেকানন্দ এবং গান্ধীজী নয়, ট্রাম্পের মুখে শোনা গেল বিখ্যাত ক্রিকেট ব্যাটসম্যান শচীন তেন্ডুলকরের নাম। এমনকি দুই বিখ্যাত বলিউড ছবি শোলে এবং ডিডিএলজের প্রশংসা করেন তিনি।

তবে শুধুমাত্র সিনেমা বা খেলাধুলা নয়, এদিন নরেন্দ্র মোদি সরকারের একাধিক সরকারি প্রকল্পের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। সেইসঙ্গে ট্রাম্পের ভারত সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বপুর্ণ সম্পর্কের মধ্যে দুরত্ব আরও কমিয়ে দেবে বলে দাবি করেন তিনি। একিসঙ্গে আগামী দিনে সন্ত্রাস নিয়ন্ত্রণে দুই দেশের যৌথ ভূমিকা গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেব বলে জানান তিনি।

মুলত নির্বাচনের কথা মাথায় রেখেই ট্রাম্প ভারতে আসছেন বলে দাবি করেছিল কূটনৈতিক মহল। সেই জন্য বহুত্ববাদের ভারতবর্ষকে নিয়ে একাধিক প্রশংসা শোনা গেল মার্কিন প্রেসিডেন্টের মুখে। এমনকি আমেরিকার উন্নতি সাধনের জন্য ৪২ শতাংশ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানদেরও প্রশংসা করেন তিনি।

সেইসঙ্গে সামরিক বাহিনীর উন্নতি সাধনের জন্য মঙ্গলবার দুই দেশের পার‍্য ৩ বিলিয়ন  চুক্তি হবে বলে জানিয়েছেন তিনি। সেইসঙ্গে সন্ত্রাস দমনের জন্য পাকিস্তানকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। সেইসঙ্গে উপমহাদেশীয় অঞ্চলে শান্তি বজায় রাখতে ভারতের যে ভূমিকা তা স্পষ্ট করেন তিনি।

সম্পর্কিত পোস্ট