ক্যাপিটল হিলের ঘটনার পর বন্ধ করে দেওয়া হল ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হল ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক মন্তব্যের কারণে এই সিদ্ধান্ত নিল টুইটার।

যদিও নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে আগেই ট্রাম্প জানিয়েছিলেন, স্বাধীনভাবে কথা বলার অধিকার নষ্ট হয়ে যাচ্ছে টুইটারে। এর পিছনে ডেমোক্র‍্যাট এবং বামপন্থীদের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। টুইটার বন্ধ করে তাঁর মুখ বন্ধ করার চেষ্টা চলছে। এমনটাই অভিযোগ তুলেছেন ট্রাম্প। একইসঙ্গে তাঁর সমর্থকদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

এর আগে ১২ ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট। টুইটারের তরফে জানানো হয়েছিল আমেরিকার ক্যাপিটল হিলে যে হামলা হয়েছে তার পরেও পরিস্থিতি খারাপ হতে পারে৷ তাই আরও একবার বেনিয়ম হওয়ার জন্য ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট পাকাপাকিভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিল টুইটার।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/4-dead-on-us-capitol-building-attack-arrest-52/

চলতি সপ্তাহে আমেরিকার ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। ঘটনায় নিহত হন ৪ জন। ৫০ জনের বেশী বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে পড়ে যে সুড়ঙ্গপথে সেনেটরদের বাইরে নিয়ে যাওয়া হয়। সেদিনের ঘটনার পর বৃহস্পতিবার ভিডিও বার্তায় নিজের সমর্থকদের শান্ত হওয়ার জন্য আবেদন জানান তিনি। এমনকি জো বাইডেনের হস্তান্তরের ক্ষেত্রেও কোনও সমস্যা হবে না। এমনও আশ্বস্ত করেন তিনি।

কিন্তু ফের শুক্রবার টুইট করে বসেন ট্রাম্প। টুইটারে লেখেন তিনি তাঁর সমর্থকদের অসম্মান করবেন না। আরও একটি টুইটে ট্রাম্প স্পষ্ট করেন জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না তিনি।

ট্রাম্পের তরফে এই ধরনের টুইট ফের অশান্তির পরিবেশ গড়ে তুলতে পারে। সেই আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয় তাঁর টুইটার অ্যাকাউন্ট।

সম্পর্কিত পোস্ট