১১ ও ১৩ জুলাই দ্বাদশ ও দশম শ্রেণীর ফলপ্রকাশঃ সিবিএসই
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১১ জুলাই দ্বাদশ শ্রেনীর ও ১৩ জুলাই প্রকাশিত হবে দশম শ্রেণীর ফলাফল। বিবৃতিতে ঘোষণা করল সিবিএসই(CBSE)বোর্ড।
১১ জুলাই বিকেল চারটের সময় দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করা হবে৷ অন্যদিকে ১৩ জুলাই বিকেল চারটেয় প্রকাশ করা হবে দশম শ্রেণির ফল৷
কীভাবে দেখা যাবে ফলাফল?
বারাসাতের মেগাসিটি নার্সিংহোম সুনির্দিষ্ট হল কোভিড চিকিৎসায়
CBSE-র তরফে দেওয়া ওয়েবসাইটের নাম গুলি হল-
cbseresults.nic.in
results.nic.in
cbse.nic.in
প্রসঙ্গত, দিন কয়েক আগেই সিলেবাস কমানো নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল সিবিএসই(CBSE) কর্তৃপক্ষকে।
বুধবার সিবিএসই (CBSE)-র তরফে জানানো হয়, মিডিয়ায় ভুলভাবে উল্লেখ করা বিষয়গুলির প্রত্যেকটি NCERT-র বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করা হয়েছে৷
বোর্ড অনুমোদিত সব স্কুলগুলির জন্য কার্যকর করা হয়েছে৷ আজ স্কুলগুলিকে এই ক্যালেন্ডার অনুসরণ করতে বলেছেন মানব সম্পদ উন্নয়নমন্ত্রী ৷