পুনর্গণনার আর্জি নিয়ে কলকাত আদালতের দ্বারস্থ দুই বিজেপি প্রার্থী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ভোট মিটলেও মিটছে না যুদ্ধ। ফলাফল ঘোষণার পর গঠন হয়ে গিয়েছে মন্ত্রিসভা। তারপরেও হার মেনে নিতে নারাজ একাধিক বিজেপি নেতা।  তাই এবার পুনর্গণনার আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন তারা। পাণ্ডবেশ্বর মহিষাদলের বিজেপি প্রার্থীদের পর কলকাতা হাইকোর্টের গেলেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যান চৌবে। একইপথে পা বাড়িয়েছেন জলপাইগুড়ির বিজেপি প্রার্থী সৌজিত সিনহা

“পুনর্গণনার হলে আমি জিতবো”। আত্মবিশ্বাসে ভর দিয়ে তাই ভোটের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তিনি। এমনটাই জানিয়েছেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। বর্ষীয়ান তৃণমূল বিধায়ক সাধন পান্ডের কাছে ২০ হাজার ২৩৮ ভোটে হেরে গেছেন তিনি।

একই রকম আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছে সৌজিত সিনহার গলাতেও।  তৃণমূল প্রার্থী প্রদীপ কুমার বর্মণের কাছে ৯৪১ ভোটে পরাজিত হয়েছেন তিনি। যা কিছুতেই মেনে নিতে নারাজ এই বিজেপি নেতা। বিজেপি প্রার্থীর অভিযোগ ত্রুটি হয়েছে গণনায়। যদি এখনই পুনর গণনা করা হয় তাহলে জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত তিনি।

উল্লেখ্য, নন্দীগ্রাম বিধানসভা ভোটের ফলে কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছেন। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সুপ্রিমো। আইনি পথে পা বাড়িয়েছে বিজেপিও। ইতিমধ্যেই গেরুয়া শিবিরের আটজন প্রার্থী আদালতের দ্বারস্থ হচ্ছেন জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট