মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া দুই বিধায়ক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাস এবং নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং। সুত্রের খবর, এদিন এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে কথা বলচতে গিয়েছিলেন তাঁরা।
কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এই দুই বিধায়ক। নির্বাচনের আগে ঠিক কি নিয়ে বৈঠক করলেন দুই বিধায়ক? যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।
যদিও দুই বিধায়কের বক্তব্য এলাকার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে বিধানসভার শেষ দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তাঁরা। এদিন প্রায় ২০ মিনিট ধরে তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের মুখে কোন উন্নয়ন প্রকল্পের বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করলেন তাঁরা? রাজ্য রাজনীতিতে যা ঘিরে জল্পনা তুঙ্গে।
ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত সুনীল সিং কি তবে বিজেপি থেকে তৃণমূলের ফিরে যাবেন? তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।