বিজেপিতে যোগদান রাজ্যের মন্ত্রীর দুই ভাই

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমশ আলগা হচ্ছে তৃণমূলের পায়ের তলার জমি। শনিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানির দুই ভাই গোলাম সারেবর এবং গোলাম হায়দার।

শনিবার বিকালে বিজেপির এক জনসভায় গেরুয়া শিবিরে নাম লেখালেন গোয়ালপোখরের তৃণমূল বিধায়কের দুই ভাই। এদিন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়ের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন দুই তৃণমূল নেতা। তৃণমূল অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই প্রধান লক্ষ্য বলে দাবী করেছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর দুই ভাই।

অন্যদিকে, উত্তরদিনাজপুর জেলার তৃণমূল সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালের দাবী ওই দুই নেতা আগে থেকেই বিজেপির জন্য কাজ করে চলেছিলেন। দলে দুজনেরই কোনও পদ ছিল না। তাঁরা বিজেপিতে যোগ দেওয়ায় তৃণমূলের কোনও ক্ষতি হবে না বলে দাবী করেছেন তিনি।

আরও পড়ুনঃ দূরত্ব ১০ কিলোমিটার, শুভেন্দু বনাম রাজীব ও সুজিত -উত্তাপ বাড়ছে মেদিনীপুরে

রাজনৈতিক মহলের দাবী, শুভেন্দু অধিকারীকে নিয়ে এই মুহুর্তে রাজ্য রাজনীতিতে তুমুল আলোচনা শুরু হয়েছে। কিছুমাস আগে রায়গঞ্জের তৃণমূলের পর্যবেক্ষক হিসাবে ছিলেন শুভেন্দু। তাঁর মন্ত্রীসভা পদ থেকে ইস্তফার পরেই মন্ত্রীর দুই ভাইয়ের সঙ্গে কোনও যোগ খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল।

অন্যদিকে বদলের হাওয়া লেগেছে দক্ষিণবঙ্গেও। গেরুয়া শিবির ছেড়ে রবিবার ঘাসফুল শিবিরে যোগদান করলেন ২০০ এর অধিক মতুয়া সম্প্রদায়ের মানুষ। উত্তর ২৪ পরগণার স্বরূপনগর ব্লকের তেঁতুলিয়ায় এই বদলের হাওয়া তৃণমূলের কঠিন সময়ে অক্সিজেন দেবে বলে মনে করা হচ্ছে। প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর,তৃণমূল নেতা আবুল কালাম আজাদ, সঞ্জীব পাল, দুলাল ভট্টাচার্যের উপস্থিতিতে বিপুল সংখ্যক মতুয়ারা তৃণমূলে যোগদান করেন।

এদিন তৃণমূলের যোগদান প্রসঙ্গে মতুয়ারা বলেন, ভোটে জিতলে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। কিন্তু আজও অবধি তাঁরা সেই কথা রাখতে পারেনি। তার ওপর অয্যোধ্যায় রাম মন্দির ভুমি পুজোতে ঠাকুরবাড়ির জল-মাটি না দেওয়ায় মতুয়াদের অপমানিত করা হয়েছে বলে দাবী করেন মতুয়ারা।

সম্পর্কিত পোস্ট