ফের সক্রিয় ত্রিপুরার জঙ্গিরা, বাংলাদেশ সীমান্তে গুলিতে মৃত ২ জওয়ান
বাম আমলে জঙ্গি হামলা শূন্যে ঠেকেছিল
দ্য কোয়ারি ডেস্ক: বাংলাদেশ সংলগ্ন এলাকায় রক্তাক্ত কাণ্ড। বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন এনএলএফটি গোষ্ঠীর গুলিতে মৃত্যু হলো দুই বিএসএফ জওয়ানের। এই সংগঠনটি দীর্ঘ সময় ধরে স্বাধীন ত্রিপুরার দাবিতে রক্তাক্ত জঙ্গি পথ নিয়ে চলছে। তবে উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যে গত বাম জমানায় এনএলএফটি বা এটিটিএফ জঙ্গি কার্যকলাপ একেবারেই শূন্য ছিল। সম্প্রতি তারা সক্রিয়।
মঙ্গলবার সাতসকালে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা (NLFT) জঙ্গি হামলা হলো বাংলাদেশ সীমান্তের ছামনুর মানিকপুর থানার সীমান্তবর্তী গ্রাম আরসি নাথ পাড়ায়।
জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে দুই বিএসএফ জওয়ানের মৃত্যুর ঘটনায় ত্রিপুরা জুড়ে ফের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কালো মেঘ ছড়াচ্ছে বলেই আশঙ্কা।
বিএসএফের উপর হামলা করে জঙ্গিরা জঙ্গলের দিকে ঢুকে পড়ে। সকালে বাংলাদেশ সীমান্তের কাছে বিএসএফের রুটিন পেট্রোলিং চলছিল। বিএসএফ জানিয়েছে, সীমান্তবর্তী গ্রামে সন্দেহভাজন কিছু লোক ঘোরাঘুরি করছে দেখা যায়। তারা আতমকা গুলি চালাতে শুরু করে। গুলিতে জখম হয়ে মারা যান দুই জওয়ান।
এনএলএফটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি বাংলাদেশ সীমান্তের কাছে সক্রিয় এমনটা বারবার সতর্ক করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী নেতা মানিক সরকার।
গত বিধানসভা ভোটের আগে তিনি মুখ্যমন্ত্রী থাকার সময় দক্ষিণ ভারতের একটি সংবাদপত্রে সাক্ষাতকার দিতে গিয়ে বলেছিলেন, বাংলাদেশ সীমান্তে সে দেশের জমিতে জঙ্গি শিবিরের কথা। এই সাক্ষাৎকারে দেশ জুড়ে আলোড়ন ফেলে দেয়। স্বরাষ্ট্র মন্ত্রক উদ্বিগ্ন হয়। পরে বাংলাদেশ সরকার জানায়, তাদের জমি থেকে কোনওরকম ভারত বিরোধী জঙ্গি তৎপরতা বরদাস্ত করা হবে না।