জম্মু এয়ার ফোর্স স্টেশনে বিস্ফোরণ, আহত দুই
দ্য কোয়ারি ডেস্ক: গভীর রাতে হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের এয়ারপোর্ট লাগোয়া সতওয়ারি এয়ার ফোর্স স্টেশন। রাত দুটো নাগাদ ঘটে দুর্ঘটনা। ঘটনায় দুই জন আহত হয়েছেন। প্রায় ১ কিলোমিটার দূর থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ। উপস্থিত হয়েছে বোমা নিষ্ক্রিয়কারী এবং ফরেন্সিক দল।
পুলিশের তরফে জাননো হয়েছে, এয়ার ফোর্সের তরফে এফআইআরের জন্য অপেক্ষা করছেন তাঁরা। কারণ ওই এলাকাটি ইন্ডিয়ার এয়ার ফোর্সের অধীনে। যেখানে দুটো বিমান যাতায়ত করে সেখানেই ঘটেছে দুর্ঘটনা।
সেনা সূত্রে খবর, রাত ১ টা ৪০ নাগাদ সতওয়ারি এয়ার ফোর্স স্টেশনে বোমার বিস্ফোরণের আওয়াজ মিলেছে। কিন্তু হতাহতের কোনও খবর মেলেনি। সেরকম কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তদন্ত জারি রয়েছে।
এর আগে নারওয়াল এলাকা থেকে ৫ কেজি বিস্ফোরক সহ এক জঙ্গিকে গ্রেফতার করেছিল পুলিশ। তার সঙ্গে ঘটনার কোনও যোগ রয়েছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, ড্রোনের মাধ্যমে গোটা এলাকায় নজরদারি রাখা হয়েছে।
প্রাথমিকভাবে অনুমান, ড্রোনের মাধ্যমেই হামলা চালানো হয়েছে। ভারতীয় বিমান সেনা প্রধান এয়ার মার্শাল এইচ এস আরোরা সঙ্গে এই বিষয়ে কথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।