দেশের কঠিন সময়ে দেখা মিলছে না দু সেবকের, কটাক্ষ কংগ্রেসের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনী প্রচারে ঘুরে বেড়িয়েছেন পাঁচ রাজ্যে। প্রতিশ্রুতির বহর দেখে অনেকেই মনে করেছিলেন এবার বিজেপি বাজিমাত করতে চলেছে। কিন্তু শেষ মুহুর্তে করোনা সব বদলে দিল। দিনের পর দিন দেশজুড়ে বেড়ে চলেছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। সংকটের মুহুর্তে দেখা নেই প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। এই অভিযোগ এনেছে কংগ্রেস।

বৃহস্পতিবার রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে টুইটে লেখেন, দেশে অক্সিজেন, টিকা এবং ওষুধের মতো নিখোঁজ প্রধানমন্ত্রীও। শুধুমাত্র খোঁজ মিলছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প, ওষুধের ওপর জিএসটি এবং প্রধানমন্ত্রীর ছবি।

একইসঙ্গে খোঁজ মিলছে না প্রধানমন্ত্রীর প্রধান সেনাপতি অমিত শাহের। এই মর্মে দিল্লি থানায় অভিযোগ দায়ের করেছে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক নগেশ কারিয়াপ্পা৷

তিনি জানিয়েছেন ২০১৩ সাল অবধি দেশের নাগরিকদের দায়িত্ব নিতে দেখা গিয়েছে সরকারকে। কিন্তু নরেন্দ্র মোদির সরকার আসার পর থেকে নাগরিকদের দায়িত্ব নেওয়া দুরে থাক, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোনও খোঁজ মিলছে না।

এর আগে অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে করোনা মোকাবিলায় সরকারের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে। এবার সরকারের বিরোধিতায় সরব হল গোটা কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা কটাক্ষ করে মন্তব্য করেন, গঙ্গায় লাশ ভেসে বেড়াচ্ছে অথচ সরকার দেখতে পাচ্ছে না।

দেশের করোনা পরিস্থিতি নিয়ে শুধুমাত্র ভারত নয়, আন্তর্জাতিক মহলেও ব্যাপক জল্পনা হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের কটাক্ষ করতে পিছপা হয়নি বিরোধী রাজনৈতিক দলগুলি৷ কংগ্রেসের কড়া আক্রমণ কেন্দ্রের সরকারের জন্য ক্রমাগত অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে৷

সম্পর্কিত পোস্ট