জাতীয় পুরস্কারে জোড়া সম্মান ‘গুমনামি’-র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৬৭ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে জোড়া সম্মান পেল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘গুমনামি’। সেরা বাংলা ছবির সম্মান পেল এই ছবি। একইসঙ্গে সেরা চিত্রনাট্যের সম্মান পেয়েছে এই ছবি।

ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য এবং তনুশ্রী চক্রবর্তী। যা ঘিরে কম জল্পনা হয়নি।

অন্যদিকে মৌলিক চিত্রনাট্যের জন্য জাতীয় পুরস্কারের সম্মান পেল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি ‘জ্যেষ্ঠপুত্র’। ওই ছবিতে আবহ সঙ্গীতের জন্য পেলেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। ‘নন ফিচার’ ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালকের খেতাব পেয়েছেন আরও এক বাঙালী বিশাখজ্যোতি।

সেরা হিন্দি ছবির পুরষ্কার পেল সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘ছিছোরে’। পাশাপাশি ‘মনিকর্ণিকা’ এবং ‘পঙ্গা’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর তকমা পেলেন কঙ্গনা রানাওয়াত।

‘ভোসলে’ ছবিতে চমকপ্রদ অভিনয়ের জন্য সেরার সেরা পুরস্কার মনোজ বাজপেয়ী। সেরা অভিনেতার দৌড়ে রয়েছেন অভিনেতা ধনুশ। তামিল ছবি ‘অসুরণ’ –এ তার সুদক্ষ অভিনয়ের জন্য এই বিশেষ সম্মান পেলেন তিনি।

গত বছর মে মাসে ৬৭ তম জাতীয় পুরস্কার আয়োজনের কথা ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত রাখা হয়েছিল। সোমবার সেই তালিকা প্রকাশ করল তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

সম্পর্কিত পোস্ট