রাজ্যে নতুন দুটি পুরসভা, উত্তরবঙ্গ সফরের আগে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ঘোষণা করেছিলেন আগেই। মন্ত্রিসভার বৈঠকে (cabinet meeting) পাস হয়েছিল প্রস্তাব সেইমত রাজ্যে তৈরি হল দুই নতুন পুরসভা।
সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ হওয়ায় এবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ময়নাগুড়ি (moynaguri) ও ফালাকাটা পুরসভা (falakata municipality)। এতদিন রাজ্যে ১২৫টি পুরসভা ছিল। সেই তালিকায় যুক্ত হওয়ায় সংখ্যাটা বেড়ে হল ১২৭।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ (northbengal )সফরের আগে সেখানে এই দুই পুরসভার আত্মপ্রকাশ নিঃসন্দে তাৎপর্যপূর্ণ।পঞ্চায়েতের তুলনায় অনেক বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় পুরসভা এলাকায়।
পুরসভার ক্ষেত্রে অর্থও অনেক বেশি বরাদ্দ হয়। সঙ্গত কারণেই এবার সেই বাড়তি অর্থ ব্যবহার করে বেশি উন্নয়নের সুযোগ পাবে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আগামী সপ্তাহে পাঁচ দিনের সফরে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন।সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের ক্ষয়ক্ষতি পর্যালোচনার পাশাপাশি বিভিন্ন জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করে তিনি সেখানকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করবেন ।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মুখ্যমন্ত্রী রবিবার কলকাতা থেকে বিমানে বাগডোগরা হয়ে মুখ্যমন্ত্রী কার্শিয়াং যাবেন।সেখানে তিনি প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গল ও বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উন্নয়ন পরিস্থিতি পর্যালোচনা করতে প্রশাসনিক বৈঠক করবেন।