শীতলকুচির ঘটনায় হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার চতুর্থ দফার নির্বাচনে কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ বাড়তে শুরু করেছে। এবার সেই ঘটনায় হাইকোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হল।
একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী আমিনুদ্দিন খান। কিভাবে গুলি চলল তাঁর তদন্তের দাবী করেছেন তিনি। একইসঙ্গে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবী জানানো হয়েছে। দ্বিতীয় মামলা দায়ের করা হয়েছে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তরফে।
দুটি মামলাতেই স্পষ্ট করে বলা হয়েছে একজন বিচারপতিকে দিয়ে তদন্ত করাতে হবে। একইসঙ্গে ঘটনার বিচারবিভাগীয় তদন্তের প্রয়োজন রয়েছে এবং মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে। একইসঙ্গে ওই কোম্পানির কেন্দ্রীয় বাহিনীকে ভোটের কাজ থেকে অব্যাহতি দিতে হবে।
আগামী সপ্তাহের মধ্যে এই মামলার তদন্ত করা হবে বলে মনে করা হচ্ছে। শীতলকুচির ঘটনায় আদালতের তরফে কি পদক্ষেপ নেওয়া হবে সেদিকে নজর থাকবে।
ইতিমধ্যেই শীতলকুচির ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিত্নু কমিশনের নির্দেশের কারণে দেখা করতে যেতে পারেননি। কিন্তু ফোনে ওই পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মৃত পরিবারগুলির পাশে সর্বদা থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
একইসঙ্গে এই ঘটনাকে ‘গনহত্যা’ বলে দাবী করেছেন তৃণমূল সুপ্রিমো। অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবীতে সরব হয়েছেন তিনি।