করোনা থাবায় করুণ অবস্থা জোড়াবাগান থানার দুই পুলিশ কর্মীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতা পুলিশের জোড়াবাগান থানার দুই পুলিশ কর্মীর এখন করুন পরিস্থিতি। জানা গিয়েছে ,এই দুই পুলিশ কর্মীর মধ্যে একজন সাব ইন্সপেক্টর । দুজনেরই করোনা হয়েছে আর তার পরই তাদের থানায় ঢোকা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে দুজনেরই পরিবার রয়েছে ।তাই তারা বাড়ি ফিরে যেতে পারছেন না। মঙ্গলবার বিকেলে তারা শহরের বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়িয়েছেন ।কিন্তু কোথাও তারা বেড পাননি।
রাজ্য সরকারের বিশেষ বাসে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা
অগত্যা, মঙ্গলবার সারা রাত থানার বাইরে থাকা পরিতক্ত গাড়িতে রাত কাটিয়েছেন ।
বুধবার সকাল থেকে ওই গাড়িতেই বসে রয়েছেন তারা। থানার সহকর্মীরা মাঝেমধ্যে এসে তাদের খাবার দিয়ে যাচ্ছেন ।এখন থানার বাইরে পরিতক্ত গাড়ি ওই দুই পুলিশকর্মীর অস্থায়ী ঠিকানা।