দাবানলের মত বাড়ছে করোনা, জম্মু-কাশ্মীরে সন্দেহের তালিকায় দুই
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমশ বেড়ে চলেছে মারণ করোনার দাপট। শনিবার সকালে জম্মু-কাশ্মীরে আরও দুজনের করোনা সংক্রমণ থাকতে পারে, এমনটাই অনুমান করা হচ্ছে। করোনা আতঙ্ক ছড়িয়ে পড়তেই বন্ধ রাখা হয়েছে জম্মুর সাম্বা জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়। শনিবার সকালে জম্মু-কাশ্মীরের মুখ্যসচীব রোহিত কানসাল জানিয়েছেন, সংক্রামিত দুজনের দেহে মারাত্মকভাবে কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।
তিনি আরও জানিয়েছেন, ওই দুজনের দেহে করোনার অনুমানের পরেই তাঁরা হাসপাতাল ছেড়ে বেরিয়ে যায়। কোনওভাবেই আতঙ্কিত না হয়ে বরং এবিষয়ে সহযোগিতার জন্য জনগণের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ দেশের অর্থনীতিতে ভয়ঙ্কর প্রভাব ফেলতে চলেছে করোনাঃ মনমোহন সিং
দুজনকেই এই মুহূর্তে জম্মু-কাশ্মীরের জেএমসির আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। প্রাথমিকভাবে তাঁদের চিকিৎসার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ৩১ মার্চ অবধি জম্মুর সাম্বা জেলার সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।
অন্যদিকে অসমেও করোনার প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ কিছুদিন আগেই ভুটানে এক আমেরিকান পর্যটকের দেহে করোনা ভাইরাস মেলার পরেই আতঙ্ক আরও বেড়েছে।অসমের এক মন্ত্রী জানিয়েছেন যে হোটেলে ওই মার্কিন পর্যটক ছিলেন সেই হোটেলটি কড়া নজরদারিতে রয়েছে।
সুত্রের খবর, অসম এবং উত্তর-পূর্ব থেকে প্রায় ১২৭ জন মানুষ তাঁর সঙ্গে এসে দেখা করেছে। তাঁদের শরীরেও এই সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে মনে করা হচ্ছে। এখনও অবধি ৩১ জন ভারতীয়ের দেহে এই রোগ ধরা পড়েছে।
আরও পড়ুনঃ ভারতে করোনা আতঙ্কের সংখ্যা ২৯, নতুন চ্যালেঞ্জের সম্মুখীন দেশ জানালেন স্বাস্থ্যমন্ত্রী
করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ হর্ষ বর্ধনের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অপর এক মন্ত্রী পীযূষ হাজারিকা জানিয়েছেন, অসমের সমস্ত বিমানবন্দরে ৫৮৫ জনের স্ক্রিনিং করা হয়েছে। এর মধ্যে ১১২ জন বিদেশী রয়েছেন। ইতালির এক পর্যটকের দেহ থেকে রক্ত নিয়ে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
করোনা আতঙ্কে রমরমিয়ে বেড়েছে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিক্রির সংখ্যা। তাই কালোবাজারির হাত থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে কড়া নজরদারি রেখেছে প্রশাসন। ভূটান সরকারের তরফ থেকে আমেরিকান পর্যটকের দেহে করোনা ভাইরাসের দেখা মেলার পর থেকেই নজরদারি আরও বাড়ানো হয়েছে।
এখনও অবধি ৩১ জন ভারতীয়ের দেহে করোনা লক্ষণ ধরা পড়েছে। এদের মধ্যে ১৬ জন ইটালিয়ান রয়েছেন। সুত্রের খবর, দিল্লি থেকে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের দিকে রওনা দিচ্ছেন ওই পর্যটকেরা।
স্বাস্থ্য দফতরের অতিরিক্ত মুখ্যসচীব রোহিত কুমার সিং জানিয়েছেন এখনও অবধি ২৮২ জনের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে মাত্র ২ জনের দেহে কোভিড-১৯ এর সংক্রমণ দেখা গিয়েছে। ওই দু’জনেই ইটালিয়ান বলে জানা গিয়েছে।