দুই শিক্ষকের মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত শ্রীনগর
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারালেন দুই শিক্ষক। দিন কয়েক আগে তিন জনের মৃত্যুর ঘটনার পর ফের এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার শ্রীনগরের সঙ্গম ঈদগাহের সামনে দুই শিক্ষকের ওপর হামলা চালায় জঙ্গিরা। মৃতদের মধ্যে একজন শিখ এবং অন্যজন কাশ্মীরি পণ্ডিত। গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে চিরুনী তল্লাশি।
মঙ্গলবার সন্ধ্যে সাতটা নাগাদ মাখন লাল বিন্দ্রু নামে একজন ফার্মাসিস্টকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা উপস্থিত হওয়ার আগেই সেখান থেকে পালিয়ে যায় জঙ্গিরা।
ওই দিন দুই জন ফল বিক্রেতাকে হত্যা করে জঙ্গিরা৷ তার মধ্যে একজনের নাম মহম্মদ সাফি। বান্দিপোরার বাসিন্দা বলে জানা গিয়েছে। আর এক জনের নাম বিহারের ভাগলপুরেত বীরেন্দ্র পাসোয়ান।