মহিলা সাংসদদের উপর হামলা ত্রিপুরায়, মাথা ফাটল দোলা সেনের আপ্ত সহায়কের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এরাজ্যের শাসকদলের উপর একের পর এক হামলার ঘটনা ঘটছে ত্রিপুরায়। অভিষেক-সুদীপ-জয়া-দেবাংশুর পর আক্রমনের শিকার হল তৃণমূলের মহিলা সাংসদরা।

রবিবার দক্ষিণ ত্রিপুরার নন্দীগ্রামে একটি দলীয় কার্যালয় উদ্বোধনের কথা ছিল তৃণমূলের। অভিযোগ গন্তব্যে পৌঁছানোর সময় বেতাকা অঞ্চলে একদল দুষ্কৃতী তৃণমূল সাংসদ ও নেতা-কর্মীদের ঘিরে ধরে। অভিযোগের তির বিজেপির দিকে।

এরাজ্যের শাসকদলের অভিযোগ, তিনটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। মারের চোটে সাংসদ দোলা সেনের আপ্ত-সহায়কের মাথা ফেটেছে। সাংসদ অপরূপা পোদ্দারের ব্যাগ, ফোন ছিনতাই করা হয়েছে। দলীয় সূত্রে খবর, তৃণমূল হাইকম্যান্ড ইতিমধ্যেই ত্রিপুরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে।

দোলা সেন সাংবাদিক  বৈঠকে বলেন, “আমাদের উপর হামলা হয়েছে। রাস্তায় হঠাৎ হামলা হয়। কিছু বুঝে ওঠার আগেই গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে। বেশ কিছু কর্মী আহত হয়েছেন। আমাকে আর অপরূপাকেও মারধর করা হয়েছে। পুলিশ দাঁড়িয়ে সব দেখেছে। আমরা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। কারও সঙ্গে তেমন যোগাযোগ করতে পারছি না।”

মাত্র কয়েকঘন্টার অপেক্ষা , তালিবান দখলের মুখে কাবুল

স্বাধীনতা দিবস ও তৃণমূলের খেলা হবে দিবস পালনের উদ্দেশ্যে শনিবার ত্রিপুরায় পৌঁছন  ব্রাত্য বসু, শান্তনু সেন, কাকলি ঘোষদস্তিদার, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, আবীররঞ্জন বিশ্বাস, দোলা সেন, অর্পিতা ঘোষ সহ একঝাঁক তৃণমূল নেতা।

রবিবার পশ্চিম ত্রিপুরা জেলার উত্তর বনমালীপুরে তৃণমূল নেতা সুবল ভৌমিকের বাড়ির সামনে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন তৃণমূল নেতারা।

সম্পর্কিত পোস্ট