সোমবার রাতে ইউরোতে যাত্রাশেষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পোর্তুগালের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার মধ্যরাতে ইউরোপের ময়দানে যুযুধান দুই ফুটবল জায়ান্ট বেলজিয়াম এবং পোর্তুগাল। হাইভোল্টেজ ম্যাচে গা ঘামাচ্ছিল ফুটবল বিশ্ব। কিন্তু সব শেষ হল থর্গ্যান হ্যাজার্ডের গোলে। প্রি কোয়ার্টার ফাইনালেই যাত্রাশেষ রোনাল্ডো-পেপে-সিলভাদের৷

টানটান উত্তেজনা চলছিল ম্যাচটিকে ঘিরে। প্রথমার্ধে এক ইঞ্চি জমি বিপক্ষকে ছাড়তে চায়নি দুই প্রতিপক্ষ। শুরুতেই একটি সুবর্ণ সুযোগ হারায় পোর্তুগিজ তারকারা। এমনকি প্রথমার্ধে রোনাল্ডোর দুরন্ত ফ্রি কিক বিপদ সীমার বাইরে ঠেলে দেন বেলজিয়াম গোলকিপার থিবাউ কুর্তোয়ার।

কিন্তু অঘটন ঘটে গেল ৪৩ মিনিটের মাথায়। থমাস মুনিয়েরের বুদ্ধিমান পাশে বল পান থর্গ্যান হ্যাজার্ড। গোল বক্সের বাইরে থেকে জোরালো শটে পোর্তুগালের জালে বল জড়িয়ে দেন। দুরন্ত শট রোখার ক্ষমতা হয়নি পোর্তুগিজ গোলকিপারের।

মাদুরহের বাড়িতে তিন ঘন্টার তল্লাশি, ছেলের শাস্তি চাইলেন দেবাঞ্জনের মা

দ্বিতীয়ার্ধে বেলজিয়াম দুর্গে একের পর এক হামলা চালায় পোর্তুগিজরা। এমনকি শেষ ১০ মিনিটে অল অ্যাটাকের সিদ্ধান্তেও পরাস্ত হয় রোনাল্ডোরা। কারণ একাই দুর্গ সামলেছেন কোর্তুয়ার। সোমবার নিশ্চিত হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায়।

শেষ আটে পৌছে গেল হ্যাজার্ড-লুকাকু-ডি ব্রুনেরা। শনিবার তাঁদের মুখোমুখি হচ্ছে ইতালি।

সম্পর্কিত পোস্ট