Russia Ukraine War : রাশিয়ার উত্তরে পাল্টা জবাব,মৃত সৈন্যের আসল সংখ্যা জানাল ইউক্রেন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) যুদ্ধে গত এক মাস যাবৎ হতে থাকা ইউক্রেন অভিযানে রাশিয়ার তাদের ক্ষয়ক্ষতির হিসেব দিয়েছে। যদিও এই হিসেবের সঙ্গে ইউক্রেনের দেওয়া তথ্যের কোনো মিল নেই।
Trade Union strike on March 28,29: ধর্মঘট প্রতিরোধে দৃঢ় নবান্ন,গড়হাজিরে কাটা যাবে বেতন
ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ( Volodymyr Zelensky) মতে,যুদ্ধে প্রায় ১৬০০০ রুশ সেনা (Russian Army) নিহত হয়েছেন এবং রাশিয়াকে যথাযথ জবাব দিতে তারা সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, রাশিয়ার সেনারা আত্মসমর্পণ করছেন।বিবিসি ও আল–জাজিরার সূত্রে পাওয়া খবর অনুযায়ী গতকাল শুক্রবারও প্রায় ৫০০–৬০০ রুশ সেনা আত্মসমর্পণ করেছেন।
রুশ প্রেসিডেন্ট পুতিন (Vladimir Putin) ২৪শে ফেব্রুয়ারী ইউক্রেন হামলার নির্দেশ দেন। এরপর ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা এবং সামরিক ঘাঁটিতেও রাশিয়া আক্রমণ চালিয়েছে।
গোপন সূত্রের খবর অনুযায়ী পুতিন পরিকল্পনা করেছিলেন দুই দিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করার। তাঁদের মতে, ইউক্রেন বাহিনী প্রতিরোধসহ নানা কূটনীতির মাধ্যমে রুশ সেনাদের অগ্রগতি কমিয়ে দিতে সক্ষম হয়েছে।
শুক্রবার যুদ্ধ পরিস্থিতি নিয়ে জেলেনস্কি উত্তর দেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘দেশের দক্ষিণে খারকিভে ও ডনবাসে দৃঢ় হয়ে শত্রুপক্ষের মোকাবিলা করছে আমাদের সেনা। আমাদের সৈনিকরা রাশিয়ার আক্রমণ দক্ষ হাতে প্রতিরোধ করছেন । তিনি রাশিয়াকে ইতিমধ্যেই সুস্থ আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
কিছুদিন আগে ন্যাটো জানিয়েছিল,ইউক্রেনীয় সেনার দ্বারা ১৫০০০ রুশ সেনা মারা যায় যদিও ইউক্রেনের মতে মৃত সৈন্যের সংখ্যা ১৬০০০। রাশিয়া পাল্টা জবাব দিতে প্রস্তুত ছিল আগে থেকেই। রাশিয়ার দাবি যুদ্ধে এখনও ১৩০০ সেনা মৃত হয়েছেন।
রাশিয়ার ক্রমাগত আক্রমনের ফলে তাদের অস্ত্রভাণ্ডারে টান পড়েছে বলে দাবি আমেরিকার। তাও ইউক্রেনের ওপর বোমাবর্ষণ তারা চালিয়ে যাচ্ছে। তাই জন্য ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রাশিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেছে।
১৩ দিনে হামলা চলাকালীন রাশিয়ার বিরুদ্ধে ২ হাজার ৭৭৮টি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আগে দেশটির বিরুদ্ধে ২ হাজার ৭৫৪টি নিষেধাজ্ঞা জারি ছিল। সব মিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে।
এমনকী রাশিয়ার সঙ্গে আন্তর্জাতিক আর্থিক লেনদেনের ব্যবস্থা সুইফট থেকে দেশটির কয়েকটি ব্যাংক কে বাদ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পোল্যাণ্ড,যুক্তরাজ্য, জার্মানি, চেক প্রজাতন্ত্রসহ ইউরোপের বেশির ভাগ দেশের আকাশে রাশিয়ার উড়োজাহাজ চলাচল স্থগিত রয়েছে।তবে রাশিয়া তাতেও দমেনি, ডনবাসের দখল নেওয়াই লক্ষ্য তাদের। ইউক্রেনও জানিয়েছে তারা মুখোমুখি দাঁড়িয়ে শেষ পর্যন্ত লড়ে যাবে।