Ukraine Russia War : চিনের জুজু দেখিয়ে রাশিয়ার পাশে থেকে ভারতকে সরাতে চান বাইডেন!
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাশিয়ার (Russia) কাছ থেকে ভারতকে (India) সরিয়ে আনতে চেষ্টার ত্রুটিই রাখছে না আমেরিকা (USA)। চিনের (Chaina) আগ্রাসনের কথা মনে করিয়ে দিয়ে ভারতকে খোঁচা দিল বাইডেনের (Joe Biden)দেশ। গত কয়েক বছরে ডোকালাম, গালওয়ান সহ লাল চিনের আগ্রাসনের প্রতিটি ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা।
সেই কথা মনে করিয়ে দিয়ে ওয়াশিংটনের সতর্কবার্তা, চিনের আগ্রাসনের সময় রাশিয়া পাশে দাঁড়াবে না। সেই আমরাই বাঁচাতে এগিয়ে আসব! স্পষ্ট বার্তা, ভারত নিজের স্বার্থ দেখতে চাইলে রাশিয়ার হাত ছাড়ুক। না হলে আমেরিকা আগের মতো আর পাশে দাঁড়াবে না।
ইউক্রেন -রাশিয়া যুদ্ধে ( Ukraine Russia War ) আমেরিকা গোড়া থেকেই ইউক্রেনের পাশে আছে। রাশিয়াকে শিক্ষা দিতে তাদের ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে। মস্কোর খনিজ তেল ও গ্যাসের উপর নিষেধাজ্ঞা জারি করায় ভুগছে গোটা বিশ্ব।
Chernobyl : চেরনোবিলের আতঙ্কে রুশ সেনা,যুদ্ধের গতি হ্রাস রাশিয়ায়
তবু নিজের সিদ্ধান্তেই অনড় ওয়াশিংটন। যদিও মোদি সরকার স্বাধীন বিদেশ নীতির পরিচয় দিয়ে রাশিয়া থেকে জ্বালানির আমদানি বাড়িয়ে দিয়েছে। এতে ভারত যেমন বিশ্ব বাজারের থেকে কম দামে তেল পাচ্ছে, তেমনই বিশ্ব বাজারে কোণঠাসা রাশিয়ারও সুবিধা হচ্ছে।
Suvendu Adhikari : বেনজির শাস্তির মুখে শুভেন্দু!
জ্বালানি নিয়ে ভারতের এই অবস্থান বা রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে মস্কোর বিরুদ্ধে দিল্লির ভোট দিতে না চাওয়ার ঘটনায় ভিতরে ভিতরে প্রবল ক্ষুব্ধ আমেরিকা। কিন্তু ভারতের বিশাল বাজার ও বিশ্ব রাজনীতিতে তাদের অবস্থানের কথা ভেবে সরাসরি কিছু করতেও পারছে না।
এই পরিস্থিতিতে চিনের জুজু দেখিয়ে লাগাম টেনে ধরতে চাইল বলে মনে করছে আন্তর্জাতিক মহল। কারণ চিন সত্যিই ভারতের কাছে জ্বলন্ত সমস্যা। তবে আমেরিকা যে সময় এই সতর্কবার্তা দিল তা রীতিমতো তাৎপর্যপূর্ণ।
কারণ রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ সবে ভারত সফরে এসেছেন। তাঁর এই সফরে দু’দেশের বাণিজ্য নিয়ে বেশ কিছু চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। সম্ভবত সেটা আটকাতেই এই মার্কিন সতর্কতা।