UNESCO heritage Durgapujo : রাজ্য জুড়ে একমাস ব্যাপী স্বীকৃতি উদযাপন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ইউনেস্কো রাজ্যের দুর্গাপুজোকে হেরিটেজ ( UNESCO heritage Durgapujo ) স্বীকৃতি দেওয়ায় রাজ্য সরকার একমাস ব্যাপী উৎসব পালন করবে। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে উৎসব শুরু হবে বলে শুক্রবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকে তিনি জানান ঐদিন জেলায় জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ইউনেস্কোর সিদ্ধান্তকে ( UNESCO heritage Durgapujo ) স্বাগত জানানো হবে।

UNESCO heritage Durgapujo

ওই দিন বেলা একটার সময় রাজ্য স্তরের মূল মিছিল শুরু হবে কলকাতা শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে। এছাড়াও প্রতিটি জেলায় ওই সময়ে সব মা-বোনেরা শঙ্খধ্বনি, উলুধ্বনির মধ্য দিয়ে দিনটি পালন করবেন।

PSC Recruitment Instructions Mamata Banerjee : “ডাক্তার, নার্স, অফিসার চাই, শূন্যপদ ফেলে রাখা যাবে না” -বার্তা মমতার

এছাড়াও এই বছরের রেড রোডের পুজো কার্নিভাল আরও জাঁকজমকের সঙ্গে পালন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এইজন্যে পর্যটন দফতর এবং পূজো সংক্রান্ত কমিটিকে এখন থেকেই গোটা বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করার নির্দেশ দিয়েছেন তিনি।

ইউনেস্কোর স্বীকৃতি ( UNESCO heritage Durgapujo ) পাওয়ার বিষয়টি তুলে ধরে একটি লোগো তৈরি করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন। সেই লোগোটি এবার রাজ্য থেকে জেলায় প্রত্যেক দুর্গাপূজা কমিটি ব্যবহার করবে।সকলকে একাধিক ডিজাইন পাঠাতে বলেছেন মুখ্যমন্ত্রী। যেখান থেকে চুড়ান্ত ডিজাইন বেছে নেবে রাজ্য সরকার।

সম্পর্কিত পোস্ট