Union Budget 2022 : কোন খাতে কী বরাদ্দ ? নতুন কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী ?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এই নিয়ে চতুর্থবাদ বাজেট ( Union Budget 2022 ) পেশ করলেন দেশের প্রথম মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অর্থমন্ত্রীর বাজেট ( Union Budget 2022 ) পেশের পরেই শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।  অপরিবর্তিত রাখা হয়েছে আয়কর কাঠামো।  বাজেট পেশ করে তিনি জানিয়েছেন-

  • আমরা কর ব্যবস্থাকে আরও সরলীকরণ করায় জোর দিচ্ছি
  • করদাতারা আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন দুবছর পর
  • এক্ষেত্রে বকেয়া কর দেওয়ার জন্য করদাতা দুবছর সুযোগ পাবেন
  • কো-অপারেটিভ সোসাইটির সারচার্জ কমানো হচ্ছে
  • বিশেষভাবে সক্ষম মানুষের করছাড়ের পরিমাণ বাড়ানো হচ্ছে
  • কো-অপারেটিভ ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমে ১৫ শতাংশ করা হল
  • করব্যবস্থাকে সহজ করার চেষ্টা করছি
  • সার চার্জ কমানো হচ্ছে গ্লোবাল ট্রানস্যাকশনের উপর ।
  • স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যায়কে বিজনেস এক্সপেন্স হিসেবে দেখানো যাবে না।
  • জিএসটি-তে বিরাট উন্নতি সরকার করতে পেরেছে।
  • জিএসটির চ্যালেঞ্জ কাটানো সম্ভব হয়েছে।
  • সম্পূর্ণ তথ্য প্রযুক্তি দ্বারা চালিত ব্যবস্থা শুরু করা গিয়েছে।
  • Gross GST Collection জানুয়ারি ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা আয়
  • এসইজেড – ক্ষেত্রে কিছু সংষ্কার দরকার। পুরোটাই এবার হবে প্রযুক্তি দ্বারা চালিত।

২০২২-২০২৩ অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে আসছে ডিজিটাল রুপি। দেশের বাজারে ক্রিপ্টো কারেন্সির পাল্টা হিসাবে নামানো হবে এই ডিজিটাল রুপি। টেলিকম ক্ষেত্রেও বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী চলতি অর্থবর্ষের মধ্যে ৫ জি মোবাইল পরিষেবা চালু হয়ে যাবে। ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার পাতা হবে।

  • ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার
  • আইআরডিএ-তে আনা হচ্ছে নতুন বিমা বন্ড
  • সৌরবিদ্যুৎ উত্পাদন বৃদ্ধিতে ১৯ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ
  • বিভিন্ন ক্ষেত্রে টাকা দেওয়ার জন্য এবার চালু হবে ই-বিল
  • প্রতিরক্ষা বরাদ্দের ২৫ % ব্যবহার হবে গবেষণায়
  • অরণ্য সংরক্ষণ এবং অরণ্য সম্পদ রক্ষায় বিশেষ জোর
  • ডিআরডিও-র সঙ্গে এবার কাজ করবে বেসরকারি সংস্থা’
  • এই আর্থিক বছরেই চালু হবে ৫জি স্পেকট্রাম পরিষেবা

এদিন তিনটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মিশন পুষ্টি ২.০, মিশন শক্তি এবং মিশন বাৎসল্য—বাজেটে ( Union Budget 2022 )এই তিন প্রকল্পের কথা বলা হয়েছে।

মিশন পুষ্টি ২.০

  • অপুষ্টি দূর করে শিশুদের সুষম আহারের জোগান দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
  • এর মধ্যে স্কুলের মিডডে মিল যেমন পড়ছে, তেমনই অঙ্গনওয়াড়ি থেকে বাড়িতে রেশন জোগানো হবে।
  • প্রযুক্তিকে কাজে লাগিয়ে শিশুদের বৃদ্ধি এবং আচরণের উপর চলবে নজরদারিও।
  • ২০১৭ সালে প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই প্রকল্পে অনুমোদন মেলে।

মিশন শক্তি

  • সরাসরি সরকারি কোষাগার থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো,
  • মহিলাদের স্বহনির্ভর হতে সাহায্য করা,
  • একাকী মহিলাদের জন্য পেনশনের ব্যবস্থা করার ব্যবস্থা রয়েছে।
  • বিধানসভা নির্বাচনের আগে সম্প্রতি মিশন শক্তি ৩.০ প্রকল্পের সূচনা করে কেন্দ্র।

মিশন বাৎসল্য

  • গত বছর ডিসেম্বরে মিশন বাৎসল্য প্রকল্পের সূচনা করে কেন্দ্র।
  • এর আওতায় করোনা কালে স্বামী হারানো মহিলা,
  • বিশেষ করে গ্রামাঞ্চলের বিধবা মহিলাদের মাথার উপর ছাদ গড়ে দেওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।

Union Budget 2022 পোস্ট অফিস ও ব্যাঙ্কিং ক্ষেত্রের জন্য অর্থমন্ত্রী বলেন-

  • ২০২২-এ প্রতিটি পোস্ট অফিস কোর ব্যাঙ্কিং করতে পারবে
  • ১.৫ লক্ষ পোস্ট অফিসকে ব্যাঙ্কিং ব্যবস্থার অধীনে আনা হল
  • এই পোস্ট অফিসগুলিতে নেট ব্যাঙ্কিং, অনলাইন ব্যাঙ্কিং, এটিএম-এর সুবিধা পাওয়া যাবে
  • ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৭৫ জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক হবে
  • ব্যবসার সুবিধার জন্য সর্বত্র সিঙ্গল উইন্ডো ব্যবস্থা চালু করার চেষ্টা করছি

২ লক্ষ কোটি টাকা ক্ষুদ্র ও মাঝারি প্রকল্পের জন্য বাড়তি বরাদ্দ করেছেন তিনি ( Union Budget 2022 )। স্কিল  ডেভেলপমেন্টের জন্য অনলাইন ট্রেনিং-এর ব্যবস্থা করা হচ্ছে। ১০ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ঋণের সুবিধা পাবেন। অরণ্য সংরক্ষণ এবং অরণ্য সম্পদ রক্ষায় বিশেষ জোর। ডিআরডিও-র সঙ্গে এবার কাজ করবে বেসরকারি সংস্থাও।

পি এম ইবিদ্যা – র আওতায় The ’One Class One TV Channel’ প্রকল্পে ২০০ টি টিভি চ্যানেল চলবে। প্রত্যেক রাজ্যে স্থানীয় ভাষায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণির জন্য সম্প্রচার করতে পারবে।  দেশের বিভিন্ন জায়গায় আইটি হাব তৈরি হবে। আইটি হাবগুলি তৈরি করবে দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলি’ বাজেটে ( Union Budget 2022 ) জানালেন অর্থমন্ত্রী

West Bengal Internship Scheme 2022 : প্রতিবছর সরকারী দফতরে ইন্টার্নশিপ করার সুযোগ

Union Budget 2022 – একনজরে অর্থমন্ত্রীর আরও ঘোষণা- 

  • অতিমারীর কারণে যাঁরা অসুবিধায় পড়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা
  • ভারত আগামী ২৫ বছরে কী হবে তার রূপরেখা প্রধানমন্ত্রী দিয়েছেন
  • এখন ভাল সময় এসেছে, বিনিয়োগ বাড়ছে
  • আমরা সাধারণ মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করি
  • মধ্যবিত্তের জন্য আমরা একটা পরিমণ্ডল তৈরি করেছি
  • আমরা যে বাজেট পেশ করব তাতে ভারত স্বাধীনতার ১০০ বছরে কী হবে তার রূপরেখা থাকবে
  • গতবছরে যে প্রতিকূল পরিবেশ ছিল এবছরও তা বজায় আছে
  • আমরা এয়ার ইন্ডিয়াকে বিক্রি করতে পেরেছি
  • ন্যাশনাল ব্যাঙ্ক ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে
  • আমাদের অর্থনীতি এখন মাল্টিপ্লায়ার এফেক্টের সুফল পাচ্ছে
  • আমরা পরিকাঠামো নির্মাণের ওপর বিশেষভাবে জোর দেব
  • আমরা উত্পাদনশীলতা বাড়ানোয় জোর দিচ্ছি
  • সহজে পণ্য পরিবহণের ব্যবস্থা করা হচ্ছে
  • পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ
  • পার্বত্য অঞ্চলে জাতীয় রোপওয়ে তৈরি হবে
  • এর ফলে পর্যটন শিল্পের উন্নতি এবং পরিষেবার উন্নতি হবে

সম্পর্কিত পোস্ট