নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশ থেকে ফেরা ব্যক্তিদের নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র-রাজ্য, উচ্চপর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে আজ পুনরায় রাজ্যগুলির সঙ্গে বৈঠকে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ভিডিও কনফারেন্সে স্বাস্থ্য দফতরের প্রধানসচিব-সহ অন্যান্য কর্তারাও উপস্থিত ছিলেন।

এদিন সকাল সাড়ে দশটা থেকে এই বৈঠক শুরু হয়। মূলত, নিজামুদ্দিন ফেরত ব্যক্তিদের বিষয়ে রাজ্য কী পদক্ষেপ করেছে, তা জানতে চায় কেন্দ্র। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় রাজ্যে অনেকটাই বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে, তাও ক্যাবিনেট সচিবকে বিস্তারিত জানান রাজীব সিনহা।

পাশাপাশি করোনা মোকাবিলায় পরিকাঠামো উন্নয়ন সহ রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছে রাজ্যের তরফে বৈঠকে তুলে ধরা হয় বলে নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুনঃ #Lockdown ত্রৈমাসিকের জন্য কমলো পিপিএফে সুদের হার

দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশ থেকে ফেরা ব্যক্তিদের সম্পর্কে গৃহীত পদক্ষেপ নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়।

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি, এদিনের বৈঠকে ফের ক্যাবিনেট সচিবের কাছে মুখ্যসচিব জানান রাজ্যের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৭ ও মৃতের সংখ্যা ৫। ক্রমশই বাড়ছে রাজ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কীকরে নিয়ন্ত্রণে রাখা যায় করোনা তার জন্য যথাযথ পদক্ষেপও করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। এদিন কেন্দ্রীয় সচিবকে সেই কথাই জানান রাজীব সিনহা।

সম্পর্কিত পোস্ট