মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয় হামলার রিপোর্ট তলব করে স্বরাষ্ট্রমন্ত্রক। সেবিষয়েই বিস্তারিত রিপোর্ট পাঠালেন রাজ্যপাল। সেখানে তিনি উল্লেখ করেন একজন ভিআইপির যে নিরাপত্তার প্রয়োজন ছিল তা পর্যাপ্ত ছিল না। যার ফলে এই ঘটনা ঘটেছে। এরপরেই বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়কে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনটাই সূত্রের খবর।

বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে ১৪ ডিসেম্বর তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, বুধবার ভবানীপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কর্মসূচীতে কিছু লোক বিক্ষোভ দেখালে সেবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি লেখেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার ওপর বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে জেপি নাড্ডার কনভয়ে হামলা জল্পনা বাড়িয়ে দেয়। শুক্রবার সেবিষয়ে কেন্দ্রকে বিস্তারে রিপোর্ট পাঠান রাজ্যপাল জগদীপ ধনকড়। তারপরেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্য মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে তলব করা হয়েছে।

আরও পড়ুনঃ প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

শুক্রবার সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেন, মানবধিকার দিবসে যা ঘটল, তা অত্যন্ত নিন্দনীয়। বহু চিঠি মুখ্যমন্ত্রীকে দেওয়ার পরেও কোনও জবাব আসেনি। রাজ্যের উপদেষ্টার কাজ কি? তা জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে গোপন তথ্য দেবেন বলে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

ফের রাজ্যের দিকে আঙুল তুলে রাজ্যপালের অভিযোগ, কয়েকজন আমলা রাজনৈতিক কর্মী হয়ে কাজ করছেন। চারিদিকে দুর্নীতি চলছে। নৃশংসভাবে বিরোধীদের কার্যকলাপে বাধা দেওয়া হচ্ছে। ডায়মন্ড হারবারের সাংসদের আচরণ সংবিধানের জন্য অবমাননাকর। ডায়মন্ড হারবারে যে ঘটনা ঘটেছে তা গণতন্ত্রের জন্য লজ্জাজনক।

এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে রাজ্যপাল বলেন, একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী কি করে এরকম ভাষা প্রয়োগ করতে পারেন? দেশের নাগরিকদের বহিরাগত বলছেন মুখ্যমন্ত্রী। ভারত দেশ এক, সব নাগরিক সমান। আমি মুখ্যমন্ত্রীকে সর্তক করেছি, তবুও এই ঘটনা ঘটেছে। আগুন নিয়ে খেলবেন না। মুখ্যমন্ত্রীকে সাফ বার্তা রাজ্যপালের।

এদিন রাজ্যপাল জগদীপ ধনকড় আরও বলেন, আমি সাংবিধানিক দায়িত্ব পালনের শপথ নিয়েছি। মুখ্যমন্ত্রীরও উচিত সাংবিধানিক কর্তব্য মেনে চলা।

উল্লেখ্য, বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগণার ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় সরগরম হয় রাজ্য রাজনীতি। ঘটনার নিন্দা করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইট করে সমালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা তৃণমূল সুপ্রিমো বলেন, নাটক করছে বিজেপি।

সম্পর্কিত পোস্ট