করোনার তৃতীয় ঢেউ রুখতে পর্যটন কেন্দ্রগুলিতে বাড়তি নজরদারির নির্দেশ স্বরাষ্ট্রসচিবের
দ্য কোয়াারি ওয়েবডেস্কঃ করোনা নিয়ে এবার রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। চিঠিতে বাজার এবং পর্যটনকেন্দ্রগুলোতে বিশেষত নজর দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
চিঠিতে বলা হয়েছে কোভিড বিধিনিষেধের ক্ষেত্রে আরও জোর দিতে হবে। পাশাপাশি করোনা প্রতিরোধেও কিভাবে সর্তকতা অবলম্বন করা যায় সে বিষয়েও নজর দিতে হবে। যদি কোভিড বিধি-নিষেধ ঠিকভাবে মানা না হয় তাহলে আর ফ্যাক্টরের বৃদ্ধি হতে পারে। যে সমস্ত এলাকার আর ফ্যাক্টর বৃদ্ধি পাবে সেখানে রোগীর সংখ্যাও বৃদ্ধি পাবে।
বাজার, শপিং মল সহ বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালাতে হবে প্রশাসনকে। যদি কোন এলাকায় কোভিড বিধি না মানা হয় তাহলে সেই এলাকাগুলোকে কোভিড বিধিনিষেধের আওতায় নিয়ে আসতে হবে। করোনার দ্বিতীয় ঢেউ এখনো সম্পূর্ণ ভাবে বিদায় নেয়নি দেশ থেকে।
তাই এই পরিস্থিতিকে কোনোভাবেই হালকা নেওয়ার কোনো মানেই হয় না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। একদিকে যেমন ভ্যাক্সিনেশন চলবে অন্যদিকে সকলকে কঠোরভাবে মানতে হবে কোভিড গাইডলাইন।
তিনি জানিয়েছেন প্রতিটি রাজ্যের সরকার ও প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এলাকাগুলোকে অবিলম্বে চিহ্নিত করুন। যে সমস্ত এলাকায় কোন বিধি-নিষেধ কঠোরভাবে মানা হচ্ছে না, সেই সমস্ত কেন্দ্রে বাড়তি নজর দেওয়া হোক এখনই। পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় নিয়ন্ত্রনে রাখতে নজর দেওয়ার আর্জি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব।
করোনা পরিস্থিতিতে বিধি-নিষেধ একটু শিথিল হওয়াতেই ভিড় বাড়তে শুরু করেছে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে। তার মধ্যে দীঘা-মন্দারমনি-মুকুটমণিপুর -অযোধ্যা পাহাড়- জয়চন্ডী পাহাড়ের মতো এলাকাগুলিতে ভিড় বাড়াচ্ছেন পর্যটকেরা। মানা হচ্ছে না কোভিড বিধি। পর্যটকের মুখে নেই মাস্ক।
এই ছবি প্রকাশ্যে রাস্তায় রীতিমতো নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই দীঘা এবং মন্দারমণিতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোভিড নেগেটিভ রিপোর্ট ছাড়া কোনভাবেই হোটেলে থাকতে দেওয়া যাবে না।