Union Minister : বন্ধ হবে মতুয়াদের নিয়ে রাজনীতি? ২০২৪ ভোটের আগেই CAA কার্যকর! জানাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী
২০২৪ ভোটের আগেই CAA কার্যকর!
The Quiry : Union Minister “রুল ফ্রেম হয়ে গেলেই আমরা সিএএ লাগু করব। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে ভারতে সিএএ কার্যকর হয়ে যাবে।” আসন্ন লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব সংশোধনী আইন , ২০১৯ বা সিএএ লাগু হয়ে যাবে বলে জানালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
শান্তনু ঠাকুর বলেন ,”সিএএ কার্যকর করতে কোনও অসুবিধা নেই। অনেকেই ব্যাকুল হয়ে পড়ছেন যে কেন এটা এখনও লাগু হচ্ছে না। কিন্তু সিএএ শুধু এক-দুই বছরের সমস্যা নয়। এটি দীর্ঘ ৭৫ বছরের সমস্যা।” উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পাশাপাশি ঠাকুরনগরে মতুয়া মহাসংঘের ঠাকুরবাড়ির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। লোকসভা ভোটের মুখে নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে শান্তনু ঠাকুরের এই দাবি ঘিরে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
Union Minister : বন্ধ হবে মতুয়াদের নিয়ে রাজনীতি? ২০২৪ ভোটের আগেই CAA কার্যকর! জানাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী
আরও খবর- Arvind Kejriwal : গ্রেপ্তার হবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ? জল্পনা তুঙ্গে
উল্লেখ্য, দিল্লিতে দ্বিতীয় মোদী সরকার গঠনের পরই ২০১৯ সালে এই নাগরকিত্ব সংশোধনী আইন পাশ করানো হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক বার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু মাঝে বেশ কয়েকটি বছর কেটে গেলেও, সেই আইন এখনও কার্যকর হয়নি। কেন হয়নি কার্যকর ? মানুষের সেই কৌতুহলের বিষয়টিও আজ তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী।