Namaste Trump : মেগা ইভেন্টের দায়িত্ব অপরিচিত সংস্থাকে কেন, প্রশ্ন কংগ্রেসের
মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পকে স্বাগত জানাতে সেজে উঠছে আমেদাবাদ।কারণ, এই শহরেই তাঁকে স্বাগত জানাবেন কয়েক লক্ষ মানুষ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পকে স্বাগত জানাতে সেজে উঠছে আমেদাবাদ।কারণ, এই শহরেই তাঁকে স্বাগত জানাবেন কয়েক লক্ষ মানুষ। দুদিনের সফরে ২৪ ফেব্রুয়ারি এদেশে আসছেন ট্রাম্প। হাউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের মতো গুজরাটের আমেদাবাদের মোতেরায় সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে মেগা ইভেন্ট ‘নমস্তে ট্রাম্প’।
যুদ্ধকালীন তৎপরতায় তার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে বিদেশ দফতরের মুখপাত্র রবীশ কুমার জানিয়েছেন, এই ইভেন্ট সংগঠিত করার দায়িত্বে রয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প নাগরিক অভিবাদন সমিতি’। নমস্তে ট্রাম্প মেগা ইভেন্টে রাজনীতিকদের আমন্ত্রণ জানানো হচ্ছে কিনা জানতে চাওয়া হলে, আয়োজক সংস্থা তার দায়িত্বে বলে জানান কুমার।তখন তিনি আয়োজক সংস্থার নাম ঘোষণা করেন। আর এরপরই উচ্চপর্যায়ের এই সরকারি অনুষ্ঠানের আয়োজক সংস্থা্র সম্পর্কে প্রশ্ন ওঠে। পাশাপাশি এই সংস্থার সদস্য কারা, সে সম্পর্কে কোনও তথ্য না থাকায় প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে।
আরও পড়ুনঃ Kashmiri Pandits Celebrating “Watak Puja”
সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ জানিয়েছে, নমস্তে ট্রাম্প ইভেন্টের প্রস্তুতির কাজে যুক্ত গুজরাট সরকারের বিভিন্ন আধিকারিক ও বিভিন্ন এজেন্সিও আয়োজক সংস্থার সম্পর্কে অন্ধকারেই রয়েছে। রবীশ কুমার সরকারিভাবে আয়োজক সংস্থার নাম ঘোষণার পর তা জানা যায়। এক সরকারি আধিকারিক জানান, এদিনই তিনি এমন সংস্থার নাম জানলেন।
2/2
Dear P.M,4. Why is Gujarat Govt then spending ₹120 Crore for a 3 hour event organized by an unknown Pvt entity?
India values its visiting dignitaries but pl note-
Diplomacy is serious govt business & not a series of photo-ops & event management tactics. https://t.co/i0PbOlruIz— Randeep Singh Surjewala (@rssurjewala) February 20, 2020
অন্যদিকে, ‘গুজরাট রাজ্য অনাবাসী গুজরাটি ফাউন্ডেশন’-এর সভাপতি এবং ভারপ্রাপ্ত সম্পাদক ধনঞ্জয় দ্বিবেদী ‘আমেদাবাদ মিরর’কে বলেন, ‘আমি এই ধরনের কমিটি সম্পর্কে জানি না।আমরা জেলা পর্যায়ের প্রতিনিধিদের এই ইভেন্টে অংশগ্রহণের বিষয়টা দেখছি’। সম্পুর্ণ অপরিচিত একটি সংস্থাকে এমন উচ্চপর্যায়ের সরকারি একটি অনুষ্ঠান সংগঠিত করার দায়িত্ব দেওয়া কেন হল, তানিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালাও।
শুক্রবার টুইটারে সুরজেওয়ালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে চারটি প্রশ্ন ছুড়ে দেন। তাঁর প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প অভিবাদন সমিতির সভাপতি কে? মার্কিন প্রেসিডেন্টকে কবে আমন্ত্রণ জানানো হয় এবং কবে তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করেন? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কেন বললেন, আপনি ৭০ লক্ষ জনগণের বিরাট অনুষ্ঠান করবেন?
আরও পড়ুনঃ টালা ব্রিজের পর তালিকায় নাম লেখাচ্ছে চিংড়িঘাটা ব্রিজ
কেন গুজরাট সরকার ১২০ কোটি খরচে তিনঘণ্টার অনুষ্ঠান সংগঠিত করার দায়িত্ব একটি অপরিচিত বেসরকারি সংস্থাকে দিল? প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সুরজেওয়ালা আরও বলেন, সম্মানীয়দের সফরকে মূল্য দেয় ভারত। কিন্তু এটা লক্ষ্য রাখুন, কূটনীতি হল সরকারের একটি গুরুত্বপূর্ণ কাজ।সেটা ফটো সেশান বা অনুষ্ঠান সংগঠিত করার কৌশল নয়।
যদিও গুজরাটের বিজেপি মুখপাত্র ভরত পান্ডা ‘আমেদাবাদ মিরর’কে বলেছেন, যখন কোনও অন্য দেশের প্রধান এদেশে আসেন, তাঁর সফরের বিস্তারিত তথ্য তুলে ধরে কেন্দ্রীয় সরকার। কিন্তু এক্ষেত্রে ইভেন্ট আয়োজক সংস্থার গুরুত্বের থেকেও গুরুত্বপূর্ণ হল, মার্কিন প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে আমেদাবাদে। তাঁর দাবি, এই সফর দুদেশের মধ্যে সাংস্কৃতিক ও ব্যবসায়িক সম্পর্ক মজবুত করবে। একলক্ষ গুজরাটি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করে। নমস্তে ট্রাম্প ইভেন্ট সেখানে তাঁদের গুরুত্ব বাড়িয়ে তুলবে।