আনলক ফোরঃ কনটেনমেন্ট জোন ছাড়া সর্বত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যেতে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আনলক-৪-এর গাইডলাইন প্রকাশ করেছে। নয়া গাইডলাইনে মেট্রো চলাচলের উপর ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার।
আনলকের এই পর্বে আরও কিছু সুযোগ সুবিধা বাড়ছে। তবে দীর্ঘ দিন থেমে থাকা মেট্রো রেলের চাকা ঘুরবে ৭ সেপ্টেম্বর থেকে। একই সঙ্গে যে কোনও রকম জমায়েতের ক্ষেত্রে সংখ্যা বৃদ্ধি করল কেন্দ্র।
১ সেপ্টেম্বর থেকে সামাজিক, ধর্মীয়-সহ বিভিন্ন জমায়েতে ১০০ জনকে নিয়ে করার বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধের কথাও বলা হয়েছে। এই পর্বেও স্কুল, কলেজ-সহ শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ সেপ্টম্বর পর্যন্ত বন্ধই থাকবে।
তবে ২১ সেপ্টেম্বর থেকে কিছু বিধিনিষেধ মেনে শিক্ষক, শিক্ষিকা ও উঁচু শ্রেণির পড়ুয়ার কন্টেনমেন্ট জোনের বাইরের স্কুলে যেতে পারবেন।
উল্লেখ্য, এদিন সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আনলক-৪ নিয়ে যে গাইডলাইন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে নয়া উন্মুক্তকরণ পর্ব। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
এই সময়ে দেশের সর্বত্র কনটেনমেন্ট জোনে কড়া লকডাউন বজায় থাকবে। জানানো হয়েছে, দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পরামর্শ শুনে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে আলোচনার পরেই এই গাইডলাইন তৈরি করা হয়েছে।
পশ্চিমবঙ্গ ও দিল্লি সরকার আগে থেকেই মেট্রো রেল চালুর দাবি তুলেছিল। সেই দাবিতে সহমত কেন্দ্র। গাইডলাইনে বলা হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে মেট্রো রেল পরিষেবা চালু করা যাবে। এর জন্য কী কী বিধিনিষেধ থাকবে তা ঠিক করবে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক।
তবে তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক ও রেলমন্ত্রকের সঙ্গে আলোচনা করে নেবে।সেপ্টেম্বর মাসে সামাজিক, শিক্ষামূলক, ক্রীড়া, ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক সমাবেশ করা যাবে। কিন্তু ১০০ জনের বেশি জমায়েত চলবে না।খোলা মঞ্চে নাটক করা যাবে ২১ সেপ্টেম্বর থেকে।
‘নিঃশর্তে ফিরতে হলে ফিরুন, নয়তো নয়’- শোভন কে স্পষ্ট বার্তা তৃণমূলের
২১ সেপ্টেম্বর থেকে কনটেইনমেন্ট জোনের বাইরে স্কুলের ক্ষেত্রে লকডাউনের নিয়ম কিছুটা শিথিল হবে। শিক্ষক ও অশিক্ষক কর্মীরা ২১ সেপ্টেম্বর থেকে স্কুলে যেতে পারবেন।
অনলাইন টিচিং এবং টেলিকাউন্সিলের জন্য শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পঞ্চাশ শতাংশের বেশি একসঙ্গে স্কুলে থাকতে পারবেন না।
কনটেইনমেন্ট জোনের বাইরে নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারবে। তবে তা বাধ্যতামূলক নয়। যারা চাইবে শুধু তারাই শিক্ষকদের কাছে পাঠ নিতে স্কুলে যেতে পারবে। তবে অভিভাবকদের লিখিত অনুমতি চাই।
স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, আনলক-৪-এর পর্যায়ে কনটেইনমেন্ট জোনের বাইরে যে সব স্কুল, কলেজ খুলবে তাদের কিছু বিধিনিষেধ কঠোর ভাবে মেনে চলতে হবে। কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ল্যাবরেটরি ব্যবহার করা যাবে।
গবেষকরাও প্রয়োজন মতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এ জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তথা এসওপি ঘোষণা করবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলি তা মেনে চলছে কিনা সে ব্যাপারে নজর রাখতে হবে রাজ্য সরকার তথা স্থানীয় প্রশাসনকে।
এই পর্বেও সিনেমা হল, সুইমিং পুল, এন্টারটেনমেন্ট পার্ক, থিয়েটার হল খুলবে না। স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি ছাড়া আন্তর্জাতিক বিমান পরিষেবাও বন্ধ থাকবে। এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য ও যাত্রী পরিবহনে কোনও বাধা থাকছে না।
তবে এখনও ৬৫ বছরের বেশি ব্যক্তি ও ১০ বছর বয়স পর্যন্ত শিশুদের জরুরু প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য বলা হয়েছে। একই ভাবে প্রসূতি ও অসুস্থ ব্যক্তিদেরও বাড়িতে থাকার কথা বলা হয়েছে।
এই মুহূর্তে সংক্রমণ উদ্ধমুখী হলেও একের পর এক ক্ষেত্রে উন্মুক্ত করে দিচ্ছে কেন্দ্র। তাই সেপ্টেম্বর মাসে উন্মুক্তকরণের চতুর্থ ভাগে এসে মেট্রো চলাচলে ছাড়পত্র দিল কেন্দ্র।
আনলক- কোন কোন ক্ষেত্রে ছাড়
১. আন্তঃরাজ্য জিনিসপত্র পরিবহণ কিংবা মানুষজনের যাতায়াতের ক্ষেত্রে থাকছে না কোনও বিধিনিষেধ। যাতায়াতের জন্য লাগবে না কোনও বিশেষ পাসও।
২. আগামী ৭ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে মেট্রো রেল পরিষেবা।
৩. কনটেনমেন্ট জোন ছাড়া সর্বত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যেতে পারেন। তবে সেক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকা তাদেক উপর নজর রাখতে হবে। অভিভাবকরা আদৌ স্কুলে পাঠাতে রাজি কিনা স্কুলে সে সংক্রান্ত লিখিত নথি জমা দিতে হবে।
৪. সামাজিক, শিক্ষামূলক, খেলাধূলাভিত্তিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, বিনোদনমূলক এবং ধর্মীয় অনুষ্ঠানে ২১ সেপ্টেম্বর থেকে ১০০ জন করে জমায়েত হতে পারবেন।
৫. খুলবে না সিনেমা হল, থিয়েটার, বিনোদন পার্ক সুইমিং পুল।