অবস্থানে অনড়, রাজ্যে এসে CAA নিয়ে অবস্থান স্পষ্ট করুন অমিত শাহঃ শান্তনু ঠাকুর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সিএএ(CAA) লাগুর দাবিতে সোচ্চার হয়েছে মতুয়ারা। সুর চড়িয়েছেন মতুয়া সাংসদ শান্তনু ঠাকুর।

কিন্তু সম্প্রতি নাগরিকত্ব আইন (সিএএ) প্রয়োগে বিলম্ব নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন তিনি।

রাস উৎসবের সময়ে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগরে সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের নতুন কমিটি গঠন উপলক্ষে সভার আয়োজন করা হয়।

সেখানে শান্তনু ঠাকুর ক্ষোভের সুরে বলেন যে, “নাগরিকত্বের জন্য কেন বার বার আমাদের ভিক্ষা চাইতে হচ্ছে? কেন বার বার আন্দোলন করতে হচ্ছে? কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি- সকলের কাছে আমরা ভিক্ষা চেয়েছি। অধিকার কেউ দেবে না। অধিকার আদায় করে নিতে হবে।’’

শনিবার বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ঠাকুরনগর মতুয়াপীঠ পরিদর্শন করে বনগাঁর বিজেপি সাংসদ ও মতুয়া সংঘাধিপতি শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করলেন ।

সাম্প্রতিক সময়ে সি এ এ লাগু হওয়া নিয়ে বিলম্ব হওয়া এবং স্থানীয় জেলা নেতৃত্বের বিরুদ্ধে একাধিক বার সরব হয়েছিলেন শান্তনু ঠাকুর ।

বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই কৈলাশ বিজয়বর্গীয় জানান অনভিপ্রেত বিষয়ে মন্তব্য করতে তিনি নারাজ। কারণ শান্তনু ঠাকুর দলের নেতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে । শান্তনু ও বিজেপি বিরোধ বিষয়টি সঠিক নয়  ও এটা তৃণমূলের ষড়যন্ত্র মুলক প্রচার। এছাড়াও তিনি আশ্বস্ত করেন জানুয়ারির শেষভাগে বা ফেব্রুয়ারীর শুরুতেই সি এ এ (CAA) চালু হবে ।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tmc-bjp-clahs-in-kasba-kolkata/

পাশাপাশি তিনি তাঁদের কনভয়ে হামলার উল্লেখ করে জানান, সাম্প্রতিক ঘটনায় পুলিশ দায়ী এবং  তৃণমূল শাসনে  রাজ্যে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। কৈলাস বিজয়বর্গীয় এও জানান রাজ্যে অমিত শাহ আসবেন ঠিকই কিন্তু কোনো জনসভা করবেন না।

তবে, চিঁড়ে ভিজল না কৈলাশ বিজয়বর্গীয় ঠাকুরনগরে গিয়ে মতুয়া সংঘধিপতি ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের দেখা করার পরেও । শান্তনু ঠাকুর নিজের অবস্থানে অনড় ।

তিনি অকপটে জানালেন,সিএএ লাগু না হওয়া অব্দি প্রত্যেক মতুয়া সম্প্রদায়ের মানুষ  নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত  তাঁর লড়াই জারি থাকবে  এবং তিনি ততদিন বিজেপির দলীয় সভা সমাবেশেও যাবেন না ।

তাঁর দাবী, অমিত শাহ রাজ্যে আসছেন – “তিনি এসে সিএএ নিয়ে আশ্বাস বাণী দিয়ে বিষয়টি পরিষ্কার করুন । মতুয়ারা এবং তিনি নিজে তাঁর অবস্থান থেকে একচুল নড়বেন না বলে জানান শান্তনু ঠাকুর।

তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। তিনি বলেন, বিজেপি দলে  থাকলেও সিএএ লাগু না হওয়া পর্যন্ত দলের রাজনৈতিক কর্মসূচি থেকে দূরত্ব বজায় রাখছেন ।

সম্পর্কিত পোস্ট