রাহুলের মতো রাজনীতির ময়দানে চূড়ান্ত ব্যর্থ হলেন প্রিয়াঙ্কাও
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাহুল গান্ধীকে সভাপতি করে ঘুরে দাঁড়াতে চেয়েছিল কংগ্রেস। কিন্তু ২০১৯ এর লোকসভা ভোটে তারা মুখ থুবরে পড়ে। পরিষ্কার হয়ে যায় গান্ধী পরিবারের এই মুখকে সামনে রেখে খুব একটা লাভ হবে না।
এরপর ধীরে ধীরে বোন প্রিয়াঙ্কাকে সামনে রেখে ঘুঁটি সাজাতে শুরু করেন রাহুল। কিন্তু উত্তরপ্রদেশের ভোট শুরু হওয়ার আগেই পরিষ্কার হয়ে গেল দাদার মতো প্রিয়াঙ্কাও ব্যর্থ হতে চলেছেন। ২০১৯ এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই দেওয়াল লিখন পড়ে এক প্রকার বাধ্য হয়েই কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দেন রাহুল গান্ধি।
কিন্তু পরিবারকেন্দ্রিক দলে পরিণত হওয়ায় কংগ্রেস অন্য কোনও মুখকে সামনে তুলে আনতে পারেনি। ক্ষমতা যাতে গান্ধি-নেহেরু পরিবারের বাইরে না যায় তাই অসুস্থ সোনিয়াকে ফের অন্তর্বর্তী সভাপতি করে দলের মাথায় বসিয়ে দেওয়া হয়।
এরইমধ্যে একের পর এক ভাঙনের সম্মুখীন হয় দেশের শতাব্দীপ্রাচীন দলটি। এদিকে শীর্ষ পদে না থাকলেও পেছন থেকে কলকাঠি নাড়ার কাজটা করছেন রাহুলই। বলা যেতে পারে তিনি দায়িত্বহীন ক্ষমতা ভোগ করছেন এই মুহূর্তে। কার্যত তাঁর ইচ্ছেতেই উত্তরপ্রদেশে এগিয়ে দেওয়া হয় প্রিয়াঙ্কাকে।
এটা ঘটনা গত কয়েক মাসে উত্তরপ্রদেশ জুড়ে প্রচারে একপ্রকার ঝড় তুলেছেন প্রিয়াঙ্কা গান্ধি। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে পর্যন্ত সে রাজ্যের প্রধান বিরোধীদল সমাজবাদী পার্টি ও ক্ষমতাসীন বিজেপির থেকে প্রচারের চাকচিক্যে বেশ কিছুটা এগিয়ে ছিলেন তিনি।
কিন্তু পেশাদারী কায়দায় ভোট প্রচার করলেও কংগ্রেস উত্তরপ্রদেশের সাধারণ মানুষের মনে এতোটুকু দাগ কাটতে পারেনি। ফলত নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতেই সে রাজ্যের একের পর এক নামজাদা কংগ্রেস নেতারা দল ছাড়তে শুরু করেন। প্রথমে রাহুলের ঘনিষ্ঠ বন্ধু তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ দল ছাড়েন।
দিন কয়েক আগে রাহুল গান্ধির ঘনিষ্ঠ আরেক তরুণ প্রজন্মের নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর আরপিএন সিং দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। এরইমধ্যে আমেঠির বিধায়ক অমৃতা সিং সহ সে রাজ্যের একাধিক বর্তমান ও প্রাক্তন কংগ্রেস বিধায়ক দল ছেড়েছেন। এমনকি প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ বলে পরিচিত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর নাতিও দল ছেড়ে তৃণমূলে যোগ দেন।
সম্প্রতি শোনা যাচ্ছে ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগেই উত্তরপ্রদেশে আরেকটা বড় ধাক্কা খেতে চলেছে কংগ্রেস। প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন বলিউড স্টার রাজ বব্বর দল ছাড়তে পারেন বলে খবর। তিনি সম্ভবত সমাজবাদী পার্টিতে যোগ দেবেন।
ঢালিউডের উত্তেজনাময় ভোটের ফল জেনে নিন
একের পর এক হেভিওয়েট কংগ্রেস নেতাদের দলত্যাগের ঘটনায় স্পষ্ট উপর উপর প্রচার করলেও লিচুতলায় একদমই পৌঁছতে পারছে না কংগ্রেস। জনবিচ্ছিন্নতার কারণেই অন্য দলে চলে যাচ্ছেন নেতারা। অর্থাৎ দাদা রাহুলের মতো রাজনীতির ময়দানে চূড়ান্ত ব্যর্থ হলেন বোন প্রিয়াঙ্কাও!