উত্তরপ্রদেশের হাতড়ার ঘটনা মনে করাল দিল্লির নির্ভয়াকে….

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টানা দু সপ্তাহ ধরে লড়াইয়ের পর অবশেষে মঙ্গলবার হেরে গেলেন উত্তরপ্রদেশের হাতড়ার ২০ বছর বয়সী নির্যাতিতা। পরিবারের তরফে অভিযোগ ওঠে পুলিশের গাফিলতির।

মঙ্গলবার রাতেই পরিবারের অনুপস্থিতিতে এক প্রকার জোর করে নির্যাতিতার শেষকৃত্য সম্পন্ন করল পুলিশ। মঙ্গলবার রাতেই মৃতের পরিবারের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ছবি প্রকাশ্যে আসে।

হাতড়ার ঘটনার নৃশংসতা ২০১২ সালের দিল্লির নির্ভয়া ঘটনার কথা মনে করিয়ে দেয়। যেখানে মহিলাকে শ্বাসরুদ্ধ করে খুনের চেষ্টা লরা হয়। নির্যাতিতার শরীরের একাধিক অংশ ভেঙে যায়। মঙ্গলবার দিল্লির সফদরগঞ্জ হাসপাতালে মৃত্যু হলে শুরু হয় প্রতিবাদ। অভিযুক্তদের ফাঁসি দেওয়া হোক চলে স্লোগান।

মৃত মহিলার দাদা জানিয়েছেন পরিবারের অজান্তেই পুলিশ শেষকৃত্য সম্পন্ন করেছে। ধর্নায় বসলে তাঁদের তুলে নিয়ে যায় পুলিশ। মধ্যরাতে এভাবে মৃতদেহ সৎকারকে নিয়মের বিরুদ্ধাচারণ করা হয়েছে বলে দাবী গ্রামবাসী এবং পরিবারের।

পরিবারের তরফে জানানো হয়েছে, বুধবার সকালে নির্যাতিতার দেহ দাহ করার জন্য মৃতদেহ পুলিশের কাছে চায় তাঁরা।
এদিন শেষকৃতের জন্য দেহ নিয়ে যাওয়ার সময় পুলিশকে একাধিক প্রতিবাদের মুখোমুখি হতে হয়।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/west-bengal-minister-manturam-pakhira-is-still-alive-message-from-cm-mamata-creates-confusion/

নির্যাতিতার দেহ সৎকারের স্থলে পুলিশি বলয়ে ঘিরে ফেলা হয়। কোনও ব্যক্তির প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি মহিলার পরিবারকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি।

অভিযোগ, জেলাশাসকের কাছে আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট