রাহুল গান্ধীর লাখিমপুর যাত্রার অনুমতি দিল না উত্তরপ্রদেশ সরকার

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে ৮ জনকে নৃশংস খুনের ঘটনায় সারা দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগ উঠেছে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র এবং আশীষ মিশ্রের বিরুদ্ধে। বুধবার লাখিমপুরে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল রাহুল গান্ধীর। কিন্তু কংগ্রেস সাংসদকে অনুমতি দিল না উত্তরপ্রদেশ সরকার৷

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেওয়া চিঠিতে রাহুল গান্ধী জানান ৫ জনের প্রতিনিধি দল মৃত কৃষকের পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন৷ একইসঙ্গে চিঠিতে “কোনও কারণ ছাড়াই” প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে গ্রেফতার করার কড়া সমালোচনাও করেন তিনি। সেই চিঠির উত্তরে কংগ্রেস সাংসদকে অনুমতি দিতে রাজি হয়নি উত্তরপ্রদেশ সরকার৷

রবিবার লাখিমপুর খেরির ঘটনার পর কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে লখনউ থেকে রওনা দেন কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। প্রায় ৩৮ ঘন্টা ধরে সীতাপুরের একটি গেস্ট হাউসে তাঁকে আটক করে রাখা হয়। এমনকি প্রিয়াঙ্কার আইনি কৌঁসুলীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

একটি বয়ানে প্রিয়াঙ্কা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে তাঁকে আটক করে রাখা হচ্ছে। কোনও ম্যাজিস্ট্রেট অথবা বিচার প্রক্রিয়ার কোনও অফিসারের সামনে পেশ করা হয়নি।

এর আগে লাখিমপুর খেরি যাওয়ার পথে আটকানো হয় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে। লখনউ এয়ারপোর্টে আটকানো হয় ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলকেও। আটকানো হয় আপের প্রতিনিধি দলকেও।

সম্পর্কিত পোস্ট