ওবিসি ক্ষত সামলাতে তড়িঘড়ি আপনা দল, নিশাদ পার্টির সঙ্গে আসন সমঝোতায় বিজেপি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ স্বামী প্রসাদ মৌর্য, দারা সিং চৌহান সহ উত্তরপ্রদেশে বিজেপির একের পর এক ওবিসি মুখ যোগী মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে দল ছাড়তে শুরু করেছেন। বলতে গেলে রাজ্য স্তরের সব শীর্ষস্থানীয় ওবিসি নেতাই ভোটে বিপর্যয়ের আশঙ্কায় হয় দল ছেড়েছেন, না হলে দল ছাড়ার মুখে দাঁড়িয়ে আছেন। এই ক্ষত মেরামত করতে তড়িঘড়ি অনুপ্রিয়া প্যাটেলের আপনা দল ও নিষাদ পার্টির সঙ্গে আসন সমঝোতার চূড়ান্ত ফর্মুলা বের করে ফেললেন অমিত শাহ।
গত পাঁচ বছরে যোগীর সরকারের শরিক ছিল এই দুই দল। তবে ওবিসিদের প্রতি যোগীর মনোভাব নিয়ে তাদের মনেও ক্ষোভ আছে। আপনা দলের অপর গোষ্ঠীটি এবারে সমাজবাদী পার্টির সঙ্গে হাত মিলিয়েছে। সেই গোষ্ঠীর নেতৃত্বে আছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের মা। এই পরিস্থিতিতে ওবিসি নেতারা একের পর এক দল ছাড়ায় যথেষ্ট চাপে পড়ে গিয়েছে বিজেপি। সেই সুযোগে নিজেদের পক্ষে আসন সংখ্যা বাড়িয়ে নিতে পেরেছে এই আঞ্চলিক দলটি।
দুর্ঘটনাগ্রস্থ রেললাইন পায়ে হেটে খতিয়ে দেখলেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ
বিজেপি সূত্রে খবর অমিত শাহর সঙ্গে চূড়ান্ত আলোচনায় ঠিক হয়েছে আপনা দলের অনুপ্রিয়া প্যাটেলের গোষ্ঠীকে এবারে ১২ টি আসনে ছাড়বে বিজেপি। ওই আসন সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন নিষাদ পার্টির প্রধান সঞ্জয় নিষাদ। তাঁর দলকে বিজেপি ১৮ টি আসন ছাড়তে রাজি হয়েছে। এমনকি কোন আসনগুলি তাঁরা পাবেন সেই বিষয়েও প্রাথমিক কথাবার্তা অমিত শাহর সঙ্গেই সেড়েছেন এই শরিক নেতারা।
অমিত শাহর এই তড়িঘড়ি তৎপরতা থেকে একটা বিষয় পরিষ্কার, একের পর এক হেভিওয়েট ওবিসি মুখ দল ছাড়ায় উত্তরপ্রদেশে ভোটের মুখে ব্যাপক চাপে পড়ে গিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে ওবিসি গোষ্ঠীর এই দুই আঞ্চলিক দলকে কোনভাবেই তারা চটাতে চায়নি। তাই তাদের দাবি মেনেই দ্রুত আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলা হল।