৭ বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচন, ‘ফার্স্ট লেভেল চেকিং’ শুরু নির্বাচন কমিশনের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে বকেয়া সাত বিধানসভা কেন্দ্রে আসন্ন নির্বাচনে কোভিড বিধি আরও কঠোরভাবে মেনে চলার ওপরে নির্বাচন কমিশন বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিগত বিধানসভা নির্বাচনে কোভিড বিধি ঠিকমতো না মানার একাধিক অভিযোগ ওঠার প্রেক্ষিতে এবার এই বিষয়ে জেলা স্তরে নির্বাচনী আধিকারিকদের আগেভাগেই সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন।

জেলাশাসকদের বলা হয়েছে, দৈনন্দিন কাজের ফাঁকেই গুরুত্ব দিয়ে উপনির্বাচনের প্রস্তুতি সারতে হবে। তবে, কোনওভাবেই কোভিড বিধির সঙ্গে আপস করা যাবে না।ইতিমধ্যেই রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি হিসেবে ইভিএম-ভিভিপ্যাটের ‘ফার্স্ট লেভেল চেকিং’ অর্থাৎ প্রথম পর্যায়ে পরীক্ষার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সংসদে রাজ্য সরকারের কাজকর্ম সম্পর্কে প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে দপ্তরগুলিকে সতর্ক করল নবান্ন

যে সমস্ত আধিকারিক ফার্স্ট লেভেল চেকিংয়ের কাজে যুক্ত থাকবেন বা যে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত থাকবেন, তাঁদের সবাইকে করোনা বিধি মানতে হবে বলে কমিশনের তরফ স্পষ্ট ভাবে জানানো হয়েছে।

উল্লেখ্য, ভবানীপুর, খড়দহ, গোসাবা, শান্তিপুর, জঙ্গিপুর, সামশেরগঞ্জ এবং দিনহাটা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। এই কেন্দ্রগুলিতে ‘ফার্স্ট লেভেল চেকিং’ শুরু হয়েছে। মুর্শিদাবাদের যে দুটি কেন্দ্রে প্রার্থীদের মৃত্যুর কারণে ভোট হয়নি, সেই দুটি কেন্দ্রে নতুন করে ‘ফার্স্ট লেভেল চেকিং’করার প্রয়োজন হবে না বলে কমিশন সূত্রে খবর। কারণ ওই সমস্ত আসনে ভোটের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন।

সম্পর্কিত পোস্ট