শুনানির আগেই SSC ভবনের সামনে বিক্ষোভ শুরু চাকরী প্রার্থীদের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি হবে আজ হাইকোর্টে তার আগেই এসএসসি ভবনের সামনে বিক্ষোভ শুরু করেছেন চাকরিপ্রার্থীরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার বারবেলায় প্রকাশিত হয়েছিল ইন্টারভিউ লিস্ট সেই তালিকা গরমিলের অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন চাকরিপ্রার্থীরা।
চাকরিপ্রার্থীদের অভিযোগ ঠিকমতো আপলোড হয়নি নম্বর। রিজেক্ট লিস্টে থাকা প্রার্থীদের দাবি তাদের আপলোড সফল দেখানো হয়েছিল এসএসসির ওয়েবসাইটে। শুধু তাই নয় চাকরিপ্রার্থীদের অভিযোগ কারণ নম্বর আপলোডে সমস্যা হলে একটি বিশেষ মেইল আইডি থেকে মেইল করা হবে বলেও জানানো হয় কিন্তু কোন মেইল যায়নি তাদের কাছে অথচ তালিকা বেরোনোর পর দেখা যাচ্ছে তারা রিজেক্ট লিস্টে রয়েছেন।
শুভেন্দুর বিরুদ্ধে খুনের মামলার অভিযোগ দায়ের প্রাক্তন দেহরক্ষীর স্ত্রী’র
এই ধরনের ঘটনা বারবার কেন ঘটবে এ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন আজ দুপুর দুটোয় উচ্চ প্রাথমিক শুনানি হবে হাইকোর্টে। এর আগে উচ্চ প্রাথমিক এর মামলার স্বচ্ছতার সঙ্গে লিস্ট প্রকাশ করার নির্দেশ দেয় আদালত নামের পাশে প্রার্থীদের প্রাপ্ত নম্বর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল শুক্রবার শুনানির আগে প্রকাশ করা হয়েছে ইন্টারভিউ লিস্ট এসএসসির ওয়েবসাইট রয়েছে সেই তালিকা।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্যে প্রচুর শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার। পুজোর আগে উচ্চ প্রাথমিকে প্রায় ১৪,৫০০ ও প্রাথমিকে ১০,০০০ পদে নিয়োগ হবে। পুজোর পরে আরও নিয়োগ করবে সরকার। সব মিলিয়ে প্রায় ৩২,০০০ শূন্যপদে নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। সঙ্গে তিনি এও জানান, যোগ্য প্রার্থীরাই চাকরি পাবেন। এজন্য লবি করার দরকার নেই।