উচ্চ প্রাথমিকে নিয়োগে কাটল জট, দ্রুত নিয়োগ প্রক্রিয়ার শুরুর নির্দেশ আদালতের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। ফলে নিয়োগ সংক্রান্ত জট অনেকটাই কাটলো বলে মনে করা হচ্ছে। তবে অস্বচ্ছতা বা অনিয়মের অভিযোগ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যারা তুলেছেন, তাদের অভিযোগ মনোযোগ সহকারে শুনতে হবে। কমিশনকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

গত পাঁচ বছর ধরে আইনি জটে আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া। ফলে অনেক চাকরি প্রার্থীর বয়স পেরিয়ে গিয়েছে। ২০১৬ সালে যারা অংশ নিয়েছিলেন তারা যাতে পুনরায় অংশ নিতে পারেন নিয়োগ প্রক্রিয়ায় সেই বিষয়ে সুপারিশ করেছে কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনকে। যদিও ইন্টারভিউতে ডাক না পাওয়া বহু চাকরিপ্রার্থী এদিন আদালতের নির্দেশে হতাশ।

উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ের জন্য আগেই তালিকা প্রকাশ করেছিল এসএসসি। সেই তালিকায় অস্বচ্ছতার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। তার ভিত্তিতেই স্থগিতাদেশ দেয় আদালত। নতুন করে সাত দিনের মধ্যে ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে বলে আদালত । বৃহস্পতিবার সেই তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।

বাজেটে কর ছাড় দেওয়ায় ১৫০ কোটি টাকার লোকসান হবে রাজ্যেরঃ পার্থ চট্টোপাধ্যায়

তার পরেও সেই তালিকায় অস্বচ্ছতার অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেল থেকেই স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। শুক্রবার শুনানি শুরুর আগে পর্যন্ত বিক্ষোভ দেখান তারা। আদালতে বৃহ্স্পতিবারের লিস্ট জমা দেয় স্কুল সার্ভিস কমিশন।

উল্লেখ্য, তৃতীয়বার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ করবেন তিনি। সেই অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন পুজোর আগে এবং পুজোর পর মিলিয়ে মোট ৩৫ হাজার শিক্ষক নিয়োগ করা হবে।

সেইমতো স্কুল সার্ভিস কমিশন তালিকা প্রকাশ করলে তার ওপর ভিত্তি করে ফের আদালতে মামলা করেন চাকরিপ্রার্থীরা।এরপর নবান্নের সাংবাদিক বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও আদালতের হস্তক্ষেপে আপাতত সেই আইনি জট কিছুটা কাটলো বলেই মনে করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট