প্রস্তুতির মাঝেই বিচ্যুতি, ভেঙে পড়া তোরণ তৈরীতে তৎপর গুজরাট প্রশাসন

এরই মাঝে মোদি সরকারের অস্বস্তি বাড়িয়ে ভেঙে পড়ল মোতেরা স্টেডিয়ামের দু’দুটি ভিভিআইপি তোরণ। সূত্রের খবর এই দুটি তোরণের একটি দিয়েই নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে ঢোকার কথা মার্কিন প্রেসিডেন্টের।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামীকাল সোমবার দুইদিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে প্রস্তুত মোদি-শাহ জুটি। আমেদাবাদ ও আগ্রায় চলছে শেষ মূহুর্তের চূড়ান্ত প্রস্তুতি।

এরই মাঝে মোদি সরকারের অস্বস্তি বাড়িয়ে ভেঙে পড়ল মোতেরা স্টেডিয়ামের দু’দুটি ভিভিআইপি তোরণ।

সূত্রের খবর এই দুটি তোরণের একটি দিয়েই নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে ঢোকার কথা মার্কিন প্রেসিডেন্টের।

আজ সকালে আচমকাই ভেঙে পড়ে স্টেডিয়ামে ঢোকার অস্থায়ী ২ নম্বর গেট। কিছুক্ষণের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৩ নম্বর গেটও।

তবে তড়িঘড়ি সেইসব পরিস্কার করে নতুন তোরণ তৈরীর কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে গুজরাট পুলিশের তরফে।

আরও পড়ুনঃ চলতি মাসেই ভারত সফরে ট্রাম্প, টুইটারে স্বাগত জানালেন মোদি

ট্রাম্পের সফর ঘিরে ঢেলে সাজছে মোতেরা স্টেডিয়াম সহ গোটা আমেদাবাদ।

সৌন্দর্যায়নে ত্রুটি না রাখতে কোথাও রাস্তার ধারে রাতারাতি দেওয়াল তুলে দেওয়া হচ্ছে।

কোথাও বা বস্তিতে থাকা মানুষগুলোকে অন্যত্র উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

ট্রাম্পের ভারত সফর, একনজরে অতিথি আপ্যায়ণঃ

অনুষ্ঠান সূচীঃ

২৪ ফেব্রুয়ারি ট্রাম্প গুজরাতের আমেদাবাদে পৌঁছবেন সকাল ১১টার সময়।

তাঁকে এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

বায়ুসেনার বিমানে করে সস্ত্রীক ট্রাম্প আসবেন বলে জানা গিয়েছে।

রোডশোয়ের পর দুই নেতা পৌঁছাবেন মোতেরা স্টেডিয়ামে। নবনির্মিত ক্রিকেট স্টেডিয়ামে ট্রাম্পকে স্বাগত জানানো হবে।

এই অনুষ্ঠানে এক থেকে দেড় লক্ষ মানুষ যোগ দেবেন। দুপুর ১২.৩০ টা নাগাদ দুই নেতা এই অনুষ্ঠানে আসবেন এবং একসঙ্গে বক্তৃতা করবেন।

আমেরিকায় ‘হাউডি মোদি’‌র অনুকরণেই ভারতে ‘নমস্তে ট্রাম্প’‌ অনুষ্ঠানটি হবে।

আরও পড়ুনঃ ট্রাম্প আসবেন, যাত্রাপথে দেওয়াল তুলে বস্তি ঢাকছে আমেদাবাদ পুরসভা

এই দিনে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কৈলাশ খের।

২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভবনে ট্রাম্প এবং মেলানিয়াকে বিশেষ সম্মান জানানো হবে।

সেখান থেকে রাজঘাটে গান্ধীজির স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন তাঁরা।

এরপর হায়দরাবাদ হাউসে ট্রাম্প-মোদীর দ্বিপাক্ষিক আলোচনায় বসার কথা।

আরও পড়ুনঃ Namaste Trump : মেগা ইভেন্টের দায়িত্ব অপরিচিত সংস্থাকে কেন, প্রশ্ন কংগ্রেসের

ট্রাম্পের সফর উপলক্ষ্যে গুজরাটে সেজে উঠছে ৭০০ একরের সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বের বৃহত্তম, ১ লক্ষ ১০ হাজার আসনের এই ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করবেন ট্রাম্প।

আমেদাবাদ বিমানবন্দরে ইতিমধ্যেই হয়ে গিয়েছে নিরাপত্তা সংক্রান্ত মক-ড্রিল। গুজরাটের সবরমতী গান্ধী আশ্রমকেও সাজিয়ে তোলা হচ্ছে।

কিন্তু সেখানে মার্কিন প্রেসিডেন্ট আদৌ যাবেন কি না, সে সিদ্ধান্ত হোয়াইট হাউস নেবে বলে জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

নিরাপত্তাঃ

গোটা সফরের কেন্দ্রে মোতেরা স্টেডিয়াম। সেই স্টেডিয়াম এখন নিরাপত্তায় দুর্গের চেহারা নিয়েছে।

সুসজ্জিত তোরণ থেকে ট্রাম্প মোদীর কাটআউটে ভরে গিয়েছে স্টেডিয়াম চত্ত্বর।

মোতেরা স্টেডিয়াম-সহ আমদাবাদের আকাশে চক্কর কাটতে শুরু করেছে নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার।

আরও পড়ুনঃ দারিদ্র ঢাকতে বস্তির সামনে দেওয়াল, উচ্ছেদের নোটিশ ৪৫ পরিবারকে

আগ্রায় বাঁদর বাহিনীর হাত থেকে মার্কিন প্রেসিডেন্টকে রক্ষা করতে মোতায়েন করা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত ৫ হনুমান।

আতিথেয়তাঃ

মার্কিন প্রেসিডেন্টের আপ্যায়ণের জন্য তৈরি হচ্ছে বিশেষ মিষ্টি। সোনা-রূপোর বাসনে রাখা থাকবে সেই মিষ্টি। যার নাম দেওয়া হয়েছে দ্য ট্রাম্প কালেকশন।

সূত্রের খবর, আনুষ্ঠানিক নৈশভোজে এবং হায়দরাবাদ হাউসে মঙ্গলবার প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে ট্রাম্পের পছন্দসই পদগুলির কিছু কিছু রাখার কথা ভাবা হচ্ছে। তার সঙ্গে মিশে থাকবে সনাতন ভারতীয় খাবার।

আগ্রায় মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

প্রথা মেনে প্রেসিডেন্টকে আগ্রায় স্বাগত জানানোর জন্য তৈরি করা হয়েছে ৩০০ গ্রাম রুপোর চাবি। তাজমহলের আদলে এই চাবি তৈরি করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট