মার্কিন ঘাতক অস্ত্রে ভরতে চলেছে দেশের সামরিক ভান্ডার
২৪টি MH-60 Romio Sea Hawk হেলিকপ্টার প্রায় ৮০ কোটি ডলার মূল্যের ছ’টি AH-64E Apache হেলিকপ্টার কিনতে আমেরিকার সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে ভারত
দ্য কোয়ারি ডেস্ক- দীর্ঘ প্রতীক্ষার অবসান । অবশেষে সিলমোহর পড়তে চলেছে বহুপ্রতীক্ষিত ইন্দো-মার্কিন প্রতিরক্ষা চুক্তিতে ।
ইন্দো-মার্কিন প্রতিরক্ষা চুক্তি
যার দরুন আনুমানিক ৩ বিলিয়ন ডলারের অত্যাধুনিক মার্কিন যুদ্ধাস্ত্র কিনবে ভারত।
চিন ও পাকিস্তানকে উদ্বেগ বাড়িয়ে এবার ভারতীয় সেনার হতে আসছে ‘ব্রহ্মাস্ত্র’।
২৪ ফেব্রুয়ারি, স্বপরিবারে দু’দিনের ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিশ্বের বৃহত্তম মোতেরা স্টেডিয়ামে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ।
তিনি জানান, নয়াদিল্লি চাইলে ‘এয়ার ডিফেন্স সিস্টেম-সহ ‘বন্ধু’ ভারতকে নানান অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে আমেরিকা।
রুশ অস্ত্রে অভ্যস্ত হলেও, চিন ও পাকিস্তানের সঙ্গে সম্মুখ সমরে প্রস্তুত থাকতে মার্কিন অস্ত্র চাইছে ভারত ।
আরও পড়ুন : মোদিকে সার্টিফিকেট, প্রেম বিলিয়ে বাণিজ্য সারলেন ট্রাম্প
কারণ প্রযুক্তি ও ঘাতক হামলার বিচারে মার্কিন যুদ্ধাস্ত্রের জুড়ি মেলা ভার ।
ইন্দো-মার্কিন প্রতিরক্ষা চুক্তি, কি কি কিনতে চলেছে ভারত
২.৬ বিলিয়ন ডলার দিয়ে ২৪টি MH-60 Romio Sea Hawk হেলিকপ্টার
Image courtesy- Bharatshakti
প্রায় ৮০ কোটি ডলার মূল্যের ৬ টি AH-64E Apache হেলিকপ্টার কিনতে আমেরিকার সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে ভারত।
Image courtesy- Defpost
উল্লেখ্য, ভারত মহাসাগরে প্রভাব বিস্তার করতে ২০১৯এ ‘মাল্টি-রোল’ জ়েড-২০ হেলিকপ্টার তৈরি করে ফেলে চিন ।
যার সামনে জাহাজ তো কিছুই নয় । এমনকি, এই হেলিকপ্টার থেকে টর্পেডো দেগে সমুদ্রের নীচে গা-ঢাকা দিয়ে থাকা সাবমেরিনও গুঁড়িয়ে দেওয়া সম্ভব ।
ডুবোজাহাজ যতই গভীরে থাক, ‘মাল্টি-রোল’ হেলিকপ্টারের হাত থেকে তার নিস্তার নেই।
এদিকে ভারতীয় নৌসেনার ঘরে সেই ৪০ বছরের পুরনো ব্রিটিশ ‘সি-কিং চপার’ ছাড়া আর কিছু নেই।
চিনা মাল্টিরোল হেলিকপ্টারের জেরে আশঙ্কার মেঘ দেখতে শুরু করে সাউথ ব্লক ।
‘রেডড্রাগন’কে রুখতে ২৪টি এমএইচ-৬০ রোমিও সি-হক মাল্টি-রোল হেলিকপ্টার কিনতে চলছে ভারত।
আরও পড়ুন : যুদ্ধের ভয়ে সেনাবাহিনীকে শক্তিশালী করতে মরীয়া পাকিস্তান!
হেলিকপ্টারগুলি Z20 পেলিকপ্টারের মতোই সাবমেরিন ধ্বংস করতে সক্ষম।
এতে রয়েছে ঘাতক মিসাইল ও সাবমেরিন ধ্বংসের জন্য বিশেষভাবে তৈরি ‘এমকে ৫৪’ টর্পেডো ।
এছাড়াও, হেলফায়ার(Helfire) এবং স্টিংগার (Stinger) মিসাইলে সজ্জিত অত্যাধুনিক ৬টি এএইচ-৬৪ই অ্যাপাচে হেলিকপ্টার কিনতে চলেছে ভারত।
এটি চার পাখা বিশিষ্ট অ্যাটাক হেলিকপ্টার । লক্ষ্যে আঘাত হানতে Apache-র সর্বাধুনিক হেলিকপ্টারে রয়েছে নোজ-মাউন্টে়ড সেন্সর স্যুট এবং নাইট ভিশন সিস্টেম।
এ ছাড়া ৩০ এমএম এম ২৩০ চেন গান । গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটার।
ইন্দো-মার্কিন প্রতিরক্ষা চুক্তির ফলে ভারতীয় নৌবাহিনী এবং বায়ুসেনার মনোবল কয়েক কয়েকগুণ বেড়ে যাবে তা বলাই বাহুল্য ।