বিতর্কিত মানচিত্র ব্যবহার পাকিস্তানের, বৈঠকে না দোভালের

দ্যা কোয়ারি ডেস্ক: বিতর্কিত ম্যাপ ব্যবহারের কারণে পাকিস্তানের সঙ্গে বৈঠকে না ভারতের।

সুত্রের খবর, রাশিয়ায় সাংহাই কোঅপারেশন বৈঠকে পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল ভারতের। কিন্তু পাক প্রতিনিধিদের পিছনে একটি বিতর্কিত ম্যাপ ব্যবহার করা হয়।

যেখানে ভারতের বেশ কিছু অংশ পাকিস্তানের বলে দেখানো হয়। তাই বৈঠক থেকে সরে দাঁড়ান জাতীয় উপদেষ্টা অজিত দোভাল সহ ভারতীয় প্রতিনিধিরা৷
বিষয়টি সম্পর্কে মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে এই ম্যাপ ব্যবহার করেছে পাকিস্তানের জাতীয় উপদেষ্টা। যা রাশিয়ার দেওয়া সমস্ত নিয়মকে লঙ্ঘন করে। রাশিয়ার সঙ্গে কথা বলেই বৈঠক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন দোভাল।
এর আগে ৪ অগাস্ট এই বিতর্কিত মানচিত্র সামনে এনেছিলেম পাক প্রধানমন্ত্রী ইমরান খান। যেখানে জম্মু-কাশ্মীর, লাদাখ এবং গুজরাটের স্যার ক্রিককে পাকিস্তানের অংশ হিসাবে বলা হয়।
দিল্লির তরফে বলা হয়েছে, এই বিতর্কিত মানচিত্র ব্যবহার করে দুই দেশের মধ্যে টিকে থাকা সার্বভৌমত্বকে নষ্ট করছে পাকিস্তান। এটি এসসিওর অন্তর্ভুক্ত দেশগুলির নিয়মাবলিকে লঙ্ঘন করে।

গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন নয়া দিল্লি।
মধ্যস্থতাকারী রাশিয়া গোটা ঘটনার বিরোধীতা করেছে। পাকিস্তানের এই উস্কানিমূলক পদক্ষেপ ভবিষ্যতে এসসিওতে অংশগ্রহণকে ভারতে কোনও প্রভাব ফেলবে না। এমনটাও জানিয়েছে মস্কো।
এর আগে একাধিকবার আন্তর্জাতিক স্তরে কাশ্মীর ইস্যুতে ভারতের বিরোধিতায় সরব হয়েছে পাকিস্তান। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। তাই এবার সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বিতর্কিত মানচিত্র ব্যবহার করতে হচ্ছে তাদের।

সম্পর্কিত পোস্ট