করোনা যোদ্ধার স্বীকৃতি সহ ২০ দফা দাবিতে জেলাশাসকের দফতরে বিক্ষোভ রেশন ডিলারদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তর ২৪ পরগনার বারাসাতের বনমালীপুর রোড সংলগ্ন ফুড সাপ্লাই দপ্তরে বেশ কয়েকটি দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ মিছিল করে যৌথ ভাবে ডেপুটেশন দিল বারাসাত থানার অন্তর্গত বারাসাত ব্লক 1, বারাসাত ব্লক 2 ও মধ্যমগ্রামের সকল রেশন ডিলার অ্যাসোসিয়েশন।

তাদের মূলত দাবি, করোনা পরিস্থিতিতে পুলিশ স্বাস্থ্যকর্মী, ডাক্তারদের সঙ্গে রেশন ডিলার ও কর্মচারীরা লকডাউন পরিস্থিতির মধ্যেও পরিষেবা দিয়েছে।  রেশন দেওয়ার সময় দোকানের কর্মচারীদের মানুষের অনেক কাছাকাছি আসতে হয়েছে।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/trinamool-lawyers-call-for-punishment-of-hathras-and-protection-of-women/

সেই জন্য সরকার যেন করোনা যোদ্ধা হিসেবে তাদের স্বীকৃতি দিয়ে বীমার ব্যবস্থা করে। পাশাপাশি রেশন ডিলারদের দীর্ঘদিনের আন্দোলন কমিশন বৃদ্ধি। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারও সমীক্ষা করেছে রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির প্রয়োজন।

যাতে তাদের এই কমিশন বৃদ্ধি করা হয় এই মর্মে কয়েকটি দাবিতে বারাসাত ফুড সাপ্লাই দপ্তরে ডেপুটেশন দিল রেশন ডিলার অ্যাসোসিয়েশন।

ওয়েস্ট বেঙ্গল এম আর ডিলার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে বারাসত চাঁপাডালি মোড় থেকে মিছিল করে এসে কাছারি মাঠের পাশে জেলা খাদ্য নিয়ামকের দপ্তরের সামনে জড়ো হন তাঁরা ।এরপর সেখানে চলে বিক্ষোভ ও সভা ।

এই বিষয়ে সংগঠনের বারাসত মহকুমা কমিটির সম্পাদক সুজয় রায় বলেন, “কোরোনা পরিস্থিতির মধ্যেও রেশন পরিষেবা স্বাভাবিক রেখেছেন রেশন ডিলার ও দোকানের কর্মচারীরা । কখনওই তাঁরা নিজেদের জীবনের কথা ভাবেননি । ঝুঁকি নিয়ে পরিষেবা প্রদান করে চলেছেন গ্রাহকদের । কখনও কখনও তাঁরা গ্রাহকদের কাছাকাছিও চলে আসছেন ।ফলে,সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে । তাই আমরা চাই সরকার কোরোনা যোদ্ধার স্বীকৃতি দিক রেশন ডিলার ও কর্মচারীদের।বীমার ব্যবস্থা করা হোক তাঁদের ।”

সম্পর্কিত পোস্ট