বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

দ্য কোয়ারি ডেস্ক:  উত্তরদিনাজপুর জেলার বিন্দোল পঞ্চায়েত এলাকায় বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।

কি কারণে মৃত্যু, তা এখনও জানা যায়নি। পরিবারের তরফে অভিযোগ খুন করা হয়েছে বিজেপি বিধায়ককে।

বিধায়কের মৃত্যুর খবর পাওয়ার পরেই তড়িঘড়ি বিজেপি সদর দফতরে শুরু হয়েছে বৈঠক।

২০১৬ সালে সিপিআইএমের টিকিটে রায়গঞ্জের হেমতাবাদ থেকে জয়ী হন দেবেন্দ্রনাথ রায়। এরপর ২০১৯ সালে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি।

বিধায়কের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। গোটা ঘটনার তদন্ত চাইছে এলাকাবাসী।

পরিবারের তরফে অভিযোগ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে দেবেন্দ্রনাথ রায়কে।

সোমবার সকালে হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের বাড়ি থেকে ১ কিলোমিটার দুরে একটি বন্ধ দোকানের বাইরে হাত বাধা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রায়গঞ্জ থানার পুলিশ। সুত্রের খবর কি কারণে মৃত্যু? তা জানতেই মৃতদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ।

 

পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন, এর উত্তর সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেব।

পিছনে ওই এলাকার যুব নেতা গৌতম পালের হাত রয়েছে বলে অভিযোগ এনেছেন রাজ্য বিজেপি সভাপরি দিলীপ ঘোষ।

তার দাবী, একুশের বিধানসভা নির্বাচনের আগে পথের কাটা সরাতে এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

পুরো ঘটনার সিবিআই তদন্ত করা হোক। দাবী বিজেপি নেতা রাহুল সিনহার।

সম্পর্কিত পোস্ট