উত্তরাখণ্ডে বিজেপির বিদায় নিশ্চিত, কংগ্রেসের কাঁটা গোষ্ঠীদ্বন্দ্ব

দ্য কোয়ারি ওয়েবডেস্ক : যে পাঁচটি রাজ্যের ভোট হতে চলেছে তার মধ্যে পাঞ্জাব বাদে বাকি চারটি রাজ্যেই ক্ষমতায় আছে বিজেপি। কিন্তু শুধু উত্তরপ্রদেশ নয়, বরং প্রতিবেশী উত্তরাখণ্ড নিয়েও তাদের মাথাব্যথা ক্রমশ বাড়ছে। আপাতত রাজ্যের যা পরিস্থিতি তাতে বিজেপির ক্ষমতা হাতছাড়া হওয়ার একরকম নিশ্চিত।

গত পাঁচ বছরে উত্তরাখণ্ডে বারবার মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছে বিজেপিকে। শেষ মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নেতৃত্বেই তারা এবারের নির্বাচনে লড়ছে। যদিও হাল বিশেষ সুবিধার নয়। বরং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের নেতৃত্বে ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়েছে কংগ্রেস।

গেরুয়া শিবিরের বেহাল দশা দেখে একের পর এক মন্ত্রী ও বিধায়ক‌ও দল ছাড়ছেন। যদিও চিরাচরিত রীতি মেনে যথারীতি হরিশ রাওয়াতের পথে কাঁটা ছড়াচ্ছে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব।

গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই প্রথমে একটি কেন্দ্র থেকে লড়াই করার কথা ঘোষণার পর‌ও কেন্দ্র বদলাতে হয়েছে রাওয়াতকে। ইতিমধ্যেই সে রাজ্যের প্রাক্তন কংগ্রেস সভাপতিও দল ছেড়েছেন।

তবে কংগ্রেসের প্রতি মানুষের সমর্থনের যে জোয়ার উঠেছে তাতে দেবভূমি বিজেপি হাতছাড়া হওয়ার সম্ভাবনা বেশি বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উত্তরাখণ্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও। তারা রাজ্যের ৭০ টি আসনের সবকটিতেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে।

যদিও তাদের ভোট কাটুয়ার দল বলে চিহ্নিত করছে রাজনৈতিক মহল। অনেকের মতে বিজেপির সুবিধা করে দেওয়ার উদ্দেশ্যেই ময়দানে নেমেছে আপ।

সম্পর্কিত পোস্ট